রবিবার ● ২০ আগস্ট ২০১৭
প্রথম পাতা » অপরাধ » চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর দলের সদস্য আটক
চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর দলের সদস্য আটক
বিশ্বনাথ প্রতিনিধি :: (৫ ভাদ্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.২০মি.) সিলেটের বিশ্বনাথ থানা পুলিশ চোরাই মোটরসাইকেলসহ (সিলেট-হ-১৪-০৭৬৩) এক যুবকে আটক করেছে। শনিবার ভোর বেলায় উপজেলা সদর থেকে আটক করা হয়। আটককৃত যুবক হলো- কিশোরগঞ্জ জেলার নিকলী থানার রসুলপুর গ্রামের মৃত ছেনু মিয়ার ছেলে মোখলেছুর রহমান (৩৫)। ২০ আগষ্ট রবিবার তাকে আদালতে প্রেরণ করা হয়।
থানা পুলিশ জানায়, বিশ্বনাথ থানার এসআই বিনয় ভূষণ চক্রবর্তীর নেতৃত্বে একদল পুলিশ চেকপোষ্ট ডিউটি করাকালীন একটি মোটরসাইকেল সিলেট-জগন্নাথপুর রোডে দ্রুত গতিতে যাওয়ার সময় সিগন্যাল দিলে মোটরসাইকেল আরোহী সিগন্যাল অমান্য করে বিশ্বনাথ মাছ বাজারের দিকে ঢুকে পড়লে পুলিশের সন্দেহ হয়।
এসময় পুলিশ মাছ বাজারের ভিতরে অভিযান পরিচালনা করে সিগন্যাল অমান্য করা মোটর মোটরসাইকেলের আরোহী মোখলেছুর রহমানকে আটক করতে সক্ষম হয়। অন্য একজন আরোহী দৌড়ে পালিয়ে যায়। আটককৃত যুবককে মোটরসাইকেল সম্পর্কে জিজ্ঞাসাবাদ করলে সে কোন সন্তোষজনক জবাব দিতে পারে নাই। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোখলেছুর রহমান পালিয়ে যাওয়া লোকটির নাম মো. মারুফ আহমদ বলে জানায়। অতঃপর ধৃত মোখলেছুর রহমানের হেফাজত হইতে উদ্ধারকৃত মোটরসাইকেলটি জব্দ তালিকা মূলে জব্দ করে মোটরসাইকেলসহ মোখলেছুর রহমানকে থানায় নিয়ে আসা হয়। থানায় মোখলেছুর রহমানকে জিজ্ঞাসাবাদে করলে সে উক্ত মোটরসাইকেলটি সিলেট শহরের মেন্দিবাগ এলাকা হতে চুরি করে এনেছে বলে স্বীকার করে। উল্লেখিত মোখলেছুর আন্তঃজেলা ডাকাত দলের সদস্য এবং ডাকাতি, চুরি ও ছিনতাই করা তাহার পেশা। তার বিরুদ্ধে সিলেট জেলার বিভিন্ন থানায় ডাকাতি, চুরিসহ একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানায়। আজ রবিবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।