শুক্রবার ● ২০ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » সোনালী ব্যাংকের নিরাপত্তা বিষয়টি দ্রুত নিশ্চিত করা হউক
সোনালী ব্যাংকের নিরাপত্তা বিষয়টি দ্রুত নিশ্চিত করা হউক
মাহবুবুর রহমান,ঢাকা :: বাংলাদেশের অর্থনীতির প্রাণ কেন্দ্র মতিঝিল ৷ এই এলাকায় অবস্থিত বাংলাদেশের অনেক ব্যাংক ৷
বাংলাদেশ ব্যাংক, সোনালী, রূপালী, অগ্রণী, পূবালী, কৃষি, প্রাইম, মার্কেন্টাইল, উত্তরা, বাংলাদেশ কর্মাস
ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, ইমলামি ব্যাংক, এনসিসি ব্যাংক ইত্যাদি ৷ এ ছাড়াও অনেক বড় বড়
অর্থনৈতিক প্রতিষ্ঠান ৷ যে সকল প্রতিষ্ঠান বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তি ৷ এই এলাকাটি একটি
বিশেষ বানিজ্যিক এলাকা বা বানিজ্যিক জোন ৷
অর্থনীতির সাথে জড়িত বাংলাদেশের কোন না কোন ব্যবসায়ী বা ব্যক্তি একবার মতিঝিল আসবেই ৷ এই
সকল প্রতিষ্ঠানের ব্যক্তি মালিকানায় তাদের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা সব-সময় জোরদার রেখেছে ৷ বেসরকারি
প্রতিষ্ঠান যেভাবে তাদের নিরাপত্তার বিষয়টি গুরুত্বসহকারে দেখছে সে তুলনায় সরকারি প্রতিষ্ঠান
অনেক পিছিয়ে তাতে কোন সন্দেহ নেই ৷
সরকারি কর্পোরেট অফিসসমুহ নিরাপত্তার ব্যাপারে এত অবহেলা একবার গভীরভাবে ভাবলেই বুঝা যায় ৷
নিরাপত্তা বিষয়ে বিভিন্ন বড় অফিসের সাথে আলোচনা করে বুঝাগেছে এব্যাপারে উদ্ধতন কর্মকর্তারা তেমন
সজাগ দৃষ্টি নেই ৷ নিরাপত্তার বিষয়টি সবাই যেন কেমন করে এড়িয়ে যেতে চায় ৷
মতিঝিলের প্রাণ কেন্দ্র সোনালী ব্যাংক বাংলাদেশের অর্থনীতির একটি বিশাল সত্মম্ব৷ এই ব্যাংককে ঘিরে
হাজারো মানুষের জীবন-জীবিকা আর সারা বাংলাদেশের অর্থনীতির চাকা ঘুরে৷ বিশাল এই অর্থনীতির
প্রতিষ্ঠান অথচ নিরাপত্তার বিষয়ে কর্তৃপক্ষ উদাসীন ৷ সোনালী ব্যাংকের পূর্ব-পশ্চিম দু’দিক দিয়ে প্রবেশ
পথ৷ দৃই দিকে আনসার বাহিনী কিছু লোক জন আছে ৷ কিন্তু ব্যাগ চেক করার কোন মেশিন কিংবা
যন্ত্রপাতি নেই৷ যদি কোন দোষকৃতকারী কোন অঘটন করে তার দায়ভার নিবে কে ?
সোনালী ব্যাংকের নিরাপত্তা শাখার প্রধানের সাথে যোগাযোগ করা হলে তিনি সিসি ক্যামেরা ও আনসার
দিয়ে যতটুকু পারাযায় নিরাপত্তা বিধানের কথা বলেন৷ সিসি ক্যামেরা দিয়ে অপরাধী অপরাধ করে গেলে
তথ্য সংগ্রহ করা যায় নিরাপত্তা বিধান করা যায় না ৷ আসলে পর্যাপ্ত পরিমান সিসি ক্যামেরাও নেই ৷
সোনালী ব্যাংকের নীচে লোকাল অফিস হওয়াতে প্রতিদিন অনেক লোকের সমাগম ৷ যে নিরাপত্তা আছে
তাতে গ্রাহকেরা সমীচিন মনে করেন না ৷ কারণ সারাদেশে জঙ্গীবাদ ও রাজনৈতিক অস্থিরতা কখন কোন
অঘটন ঘটে যায় বলা মুশকিল ৷
দুইটা স্কেনিং মেশিন আর দুইটা ইলেক্ট্রিক গেইট বা গাড়ি চেক করার যন্ত্রপাতি কিনতে কত টাকা লাগে ?
এই সিদ্ধান্তটি নিতে বোর্ড মেম্বার কিংবা কর্তৃপক্ষের কতদিন সময় লাগে ?
জনগণ চায় বাংলাদেশের এই বিশাল অর্থনীতির প্রতিষ্ঠানটি নিরাপদ থাকুক৷ কোন জঙ্গীবাদ কিংবা
সন্ত্রাসীর হামলায় বাংলাদেশের অর্থনৈতিক উনড়বয়নের সিঁড়ি যেন বন্ধ না হয় ৷
আমরা প্রত্যাশা করি অতিসত্তর কতৃর্পক্ষ সোনালী ব্যাংক নিরাপত্তা ব্যবস্থাটি দ্রুত নিশ্চিত করুক ৷
বাংলাদেশের মানুষ যেন আস্থস্তা হয় সরকারের পক্ষ থেকে সোনালী ব্যাংকের নিরাপত্তা বিষয়ে কোন দ্রুটি
নেই ৷
আপলোড : ২০ নভেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : সকাল ১১.১৪ মিঃ