সোমবার ● ২১ আগস্ট ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে ২১শে আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদ সভা
রাঙামাটিতে ২১শে আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদ সভা
ষ্টাফ রিপোর্টার :: (৬ ভাদ্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.১৩মি.) জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ২১শে আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামীলীগ সদর উপজেলা শাখার উদ্দ্যেগে ২১ আগষ্ট সোমবার বিকেলে বাংলাদেশ আওয়ামীলীগ রাঙামাটি জেলা কার্যালয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ আওয়ামীলীগ রাঙামাটি সদর উপজেলা শাখার সভাপতি হৃদয় বিকাশ চাকমার সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন সদর উপজেলা আওয়ামীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য অমিত চাকমা রাজু।
রাঙামাটি সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য সাধন মনি চাকমার সঞ্চালনায় আলোচনা সভায় অতিথি হিসেবে বাংলাদেশ আওয়ামীলীগ জেলা শাখার সহ-সভাপতি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক মো. মমতাজ, জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা, সদর উপজেলা আওয়ামীলীগের মহিলা সম্পাদিকা রিমি চাকমা, জেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি প্রতিময় চাকমা, সদর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক পবিত্র চাকমা, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম বক্তব্য রাখেন।
সভায় বক্তরা বলেন, ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার এবং ২১ আগস্ট হত্যাকারীদের ফাঁসির দাবী করেন।
বক্তরা বলেন, জাতির পিতাকে হত্যা করে দেশকে জঙ্গীরাষ্ট্রে পরিণত করার চেষ্টা চালিয়েছিল স্বাধীনতা বিরোধীরা। কিন্তু জাতির পিতার সুযোগ্য কণ্যা জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধুর হত্যাকারীদের ফাঁসির মাধ্যমে দেশ থেকে কলংক মুছে দিতে না দিতেই তাকেও হত্যার চেষ্টা চালিয়েছিল। কিন্তু তারা সফল হয়নি। বক্তরা বলেন, বঙ্গবন্ধু নের্তৃত্বে দেশ স্বাধীন হলেও দেশে এখনো স্বাধীনতা বিরোধী রাজাকাররা সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। তাদেরকে চিহ্নিত করে ফাঁসির আওতায় আনতে হবে।