সোমবার ● ২১ আগস্ট ২০১৭
প্রথম পাতা » অপরাধ » খাগড়াছড়িতে সেনাবাহিনী সাথে ইউপিডিএফ এর গোলাগুলি
খাগড়াছড়িতে সেনাবাহিনী সাথে ইউপিডিএফ এর গোলাগুলি
খাগড়াছড়ি প্রতিনিধি :: (৬ ভাদ্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.১১মি.) খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়িতে বাংলাদেশ সেনাবাহিনী সাথে ইউনাইটেড পিপলস ডেমোক্রিটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি হয়েছে। তবে এ সময় কোন সন্ত্রাসীকে আটক করতে না পারলেও আমেরিকান একটি অত্যাধুনিক কোল্ট রাইফেল, একটি ফ্রান্সের তৈরি পিস্তল ও ১০ রাউন্ড গুলিসহ বিপুল সামরিক সরঞ্জাম উদ্ধার হয়েছে।
স্থানীয় সূত্রগুলো জানায়, সন্ত্রাসীদের একটি দল বিপুল অস্ত্রশস্ত্র নিয়ে চাঁদাবাজি ও নাশকতার উদ্দেশ্যে অবস্থান করছে এমন গোপন তথ্যের ভিত্তিতে ২০ আগষ্ট রবিবার দিবাগত রাত দেড়টার দিকে মহালছড়ি জোন এর মেজর সালেহ বিন শফি’র নেতৃত্বে লেমুছড়ি এলাকায় অভিযান শুরু হয়।
২১ আগষ্ট সোমবার ভোর সাড়ে ৪টার দিকে সন্ত্রাসীদের আস্তানার কাছাকাছি পৌঁছলে সন্ত্রাসীরা গুলি ছুঁড়তে শুরু করে। এ সময় সেনাবাহিনীও পাল্টা গুলি ছোঁড়ে। তবে স্থানীয় জনসাধারনের জানমালের ক্ষয়-ক্ষতির কথা বিবেচনা করে নিরাপত্তা বাহিনী এক পর্যায়ে তাদের ফায়ার বন্ধ করে। এ সুযোগে সন্ত্রাসীরা দূর্গম পাহাড়ী এলাকার ভিতরে পালিয়ে যেতে সক্ষম হয়।
সেনাবাহিনী পরে তল্লাশী চালিয়ে ঘটনাস্থল থেকে ৬ রাউন্ড গুলিসহ আমেরিকান তৈরী একটি অত্যাধুনিক কোল্ট রাইফেল, কোল্ট রাইফেলের একটি একটি ম্যাগজিন, ৪ রাউন্ড গুলিসহ ইউএসএ তৈরী একটি পিস্তল, একটি পিস্তলের ম্যাগজিন ও বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম উদ্ধার হয়।
খাগড়াছড়ি সেনা রিজিয়নের ষ্টাফ অফিসার মেজর মোহাম্মদ মুজাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে সিএইচটি মিডিয়া প্রতিনিধি মাইনউদ্দিনকে বলেন, সন্ত্রাসীদের গুলির জবাবে নিরাপত্তাবাহিনী ২৬ রাউন্ড গুলি ছুঁড়েছে।