বুধবার ● ২৩ আগস্ট ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বাঘাইছড়িতে শহীদ হালিম লিয়াকত স্মৃতি বৃত্তি বিতরণ
বাঘাইছড়িতে শহীদ হালিম লিয়াকত স্মৃতি বৃত্তি বিতরণ
বাঘাইছড়ি প্রতিনিধি :: (৮ ভাদ্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.৫৪মি.) বেসরকারী পর্যায়ে দেশের সর্ববৃহৎ শিক্ষা মেধাবৃত্তি শহীদ হালিম লিয়াকত স্মৃতি বৃত্তি পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠান গত ২০ আগষ্ট রবিবার শহীদ হালিম লিয়াকত স্মৃতি সংসদ আয়োজিত বাঘাইছড়ি জোন এর ব্যবস্থাপনায় উপজেলা মিলনায়তনে সম্পন্ন হয়েছে।
বাঘাইছড়ি গাউসিয়া কমিটির সভাপতি মাওলানা মুহাম্মদ আবু হানিফ নঈমী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌরসভার মেয়র জাফর আলি খান।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শহীদ হালিম লিয়াকত স্মৃতি সংসদ কেন্দ্রীয় পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আলহাজ্ব আখতার হোসেন চৌধুরী।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংসদের রাঙামাটি জেলা সমন্বয়ক মোহাম্মদ তারেক আজিজ।
বিশেষ অথিতি ছিলেন ৩নং পৌর কাউন্সিলর মোহাম্মদ বাহা উদ্দিন ও মাষ্টার মোহাম্মদ আমির হোসেন।
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, শাহজাদা সৈয়দ মুহাম্মদ আব্দুল বারি।
প্রধান অতিথি বাঘাইছড়ি পৌর মেয়র জাফর আলি খান বলেন দেশখ্যাত এই বৃত্তি পরীক্ষা বাঘাইছড়িতে প্রথম বারের মত অনুষ্ঠিত হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। তিনি আরো বলেন, শহীদ হালিম লিয়াকত স্মৃতি বৃত্তি মাধ্যমে শিক্ষার্থীদের মেধার বিকাশ হচ্ছে বলে তিনি মনে করেন।
শহীদ হালিম লিয়াকত স্মৃতি মেধাবৃত্তি প্রাপ্ত অংশগ্রহনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করেন অথিতি বৃন্দ।