বৃহস্পতিবার ● ২৪ আগস্ট ২০১৭
প্রথম পাতা » অপরাধ » পুকুরে বিষ ঢেলে মাছ নিধন : বিশ্বনাথ থানায় মামলা
পুকুরে বিষ ঢেলে মাছ নিধন : বিশ্বনাথ থানায় মামলা
বিশ্বনাথ প্রতিনিধি :: (৯ ভাদ্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১২.৩২মি.) পুর্ব শত্রুতার জের ধরে সিলেটের বিশ্বনাথে এক প্রবাসীর বাড়ির পুকুরে বিষ ঢেলে প্রায় দু’লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে। গত শুক্রবার ভোরে মাছ নিধনের এ ঘটনাটি ঘটেছে উপজেলার দশঘর ইউনিয়নের নিহালের নোয়াগাঁও গ্রামের যুক্তরাজ্য প্রবাসী আব্দুল হকের বাড়ির পুকুরে। ঘটনার পরদিন ১৯ আগষ্ট শনিবার প্রবাসীর ভাই হাজী আব্দুল হামিদ প্রতিপক্ষের কেয়ারটেকার রাহেলা বেগম ও মনির উদ্দিনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন, (মামলা নং ১৪)। এতে পুকুরের প্রায় দুই লাখ টাকারও বেশি ক্ষতিসাধন হয়েছে বলে প্রবাসী আব্দুল হক জানিয়েছেন। তবে, এ প্রসংগে জানতে অভিযুক্ত রাহেলা বেগমের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তার মেয়ে রুবেনা বেগম সাংবাদিকদের বলেন, শত্রুতাবসত তার মাকে মামলায় আসামি দেওয়া হয়েছে।
এজাহার সূত্রে জানাগেছে, প্রবাসী আব্দুল হকের বড়ভাই (বাফুফের রেফারি) আব্দুল হামিদ ও তার চাচা প্রবাসী ইউছুফ আলীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। একই ছাদে বসবাসকারী ভাতিজা আব্দুল হামিদ ও চাচা ইউছুফ আলীর মধ্যে একাদিকবার মারামারির ঘটনাও ঘটেছে। চাচা ইউছুফ আলী প্রবাসে থাকলেও তার কেয়ারটেকাররাও পোকা মারার অজুহাতে ঘরের ভিতরে বিষ প্রয়োগসহ নানাভাবে ক্ষতি সাধন করে আসছে। সর্বশেষ গত শুক্রবার পুকুরে বিষ দেয়ার ফলে রুই, কাতলা, ব্রিগড, সরপুটি, মলা-ঢেলাসহ বিভিন্ন প্রজাতির মাছ মরে প্রায় ২লাখ টাকার ক্ষতি সাধন করা হয়েছে।
মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই জহিরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামি গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।