বৃহস্পতিবার ● ২৪ আগস্ট ২০১৭
প্রথম পাতা » কক্সবাজার » উখিয়ায় রোহিঙ্গা শিবির পরিদর্শনে ৩ সচিব
উখিয়ায় রোহিঙ্গা শিবির পরিদর্শনে ৩ সচিব
পলাশ বড়ুয়া, উখিয়া প্রতিনিধি :: (৯ ভাদ্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১২.৫০মি.) উখিয়ার কুতুপালং ও বালুখালী অনিবন্ধিত শরণার্থী শিবির পরিদর্শন করেছেন বাংলাদেশ সরকারের তিন সচিব। পরিদর্শনকালে তাঁরা রোহিঙ্গা ক্যাম্প সংশ্লিষ্টদের সাথে কথা বলেছেন। খোঁজ নিয়েছেন অনিবন্ধিত রোহিঙ্গাদের জীবনযাত্রার।
২৩ আগষ্ট বুধবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব শহিদুল হকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রোহিঙ্গা শরনার্থী শিবির ও বস্তি এলাকা ঘুরে দেখেন।
প্রতিনিধি দল এ সময় রোহিঙ্গাদের জন্য নির্মিত স্যানিটারী টয়লেট, বাসস্থান ও একটি স্কুল পরিদর্শন করেন। রোহিঙ্গা ছেলে-মেয়েদের পড়ালেখা দেখে তাঁরা সন্তোষ প্রকাশ করেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ড.কামাল উদ্দিন, বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ইসতিয়াক আহমদ, প্রধান বন সংরক্ষক মোহাম্মদ শফিউল আলম চৌধুরী, চট্টগ্রাম বিভাগীয় বন সংরক্ষক ড. জুগলুর রহমান সচিবের সাথে সফর সংঙ্গী হয়ে আসেন।
কক্সবাজার জেলা প্রশাসক মো. আলী হোসেন, কক্সবাজার জেলা পুলিশ সুপার ড.একেএম ইকবাল হোসেন, শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার এসএম রেজয়ানুর হাসান, সহকারী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শামসুদৌহা, কক্সবাজার জেলা আনসার বাহিনীর জেলা এডজুটেন্ট, বিভাগীয় বন কর্মকর্তা আলী কবির, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈন উদ্দিন, সহকারী কমিশনার (ভুমি) নুর উদ্দিন মো. শিবলী নোমান, কুতুপালং রেজিস্টার্ড শরনার্থী শিবিরের ইনচার্জ রেজাউল করিম, এএসপি সার্কেল (উখিয়া) চাহলাউ মার্মা, উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের সহকারী বন সংরক্ষক আবদুল হাই সহ বিভিন্ন এনজিও সংস্থার পরিচালক, প্রতিনিধি, সরকারের বিভিন্ন দপ্তরের পদস্থ কর্মকর্তা ও রোহিঙ্গা প্রতিনিধিগণ এ সময় উপস্থিত ছিলেন।