বৃহস্পতিবার ● ২৪ আগস্ট ২০১৭
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে জেএমবির ৪ সদস্য গ্রেফতার
গাজীপুরে জেএমবির ৪ সদস্য গ্রেফতার
গাজীপুর জেলা প্রতিনিধি :: (৯ ভাদ্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ রাত ১০.০০মি.) গাজীপুরের জয়দেবপুর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেএমবির চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব সদস্যরা।
২২ আগস্ট মঙ্গলবার সন্ধ্যায় র্যাবের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতাররা হলেন চাঁদপুরের মতলব (উত্তর) থানার খাগুরিয়া দক্ষিণপাড়া এলাকার শাহজালালের ছেলে মোঃ জুয়েল হুসেন (২৫), গাজীপুরের সদর উপজেলার নান্দুয়াইন এলাকার মৃত নুরুল ইসলাম মন্ডলের ছেলে, আফজাল হোসেন (৩৮), একই এলাকার আবু সাইদ মন্ডলের ছেলে জহিরুল হক জহির (৩৪) ও শেরপুরের ঝিনাইগাতি থানার বাগেরভিটা এলাকার সালেহ তালুকদারের ছেলে মো. আব্দুল হালিম(৩২)।
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১ এর একটি আভিযানিক দল জানতে পারে গাজীপুরের জয়দেবপুর থানাধীন বিভিন্ন এলাকায় কতিপয় নিষিদ্ধ ঘোষিত জেএমবি সংগঠনের সদস্য নাশকতামূলক কর্মকান্ড করার উদ্দেশ্যে অবস্থান করছে।
পরে আভিযানিক দলটি মঙ্গলবার ভোরে জয়দেবপুর থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ওই ৪ জনকে গ্রেফতার করে। গ্রেফতার আসামিরা নিষিদ্ধঘোষিত জেএমবি সংগঠনের একজন সক্রিয় সদস্য।