শুক্রবার ● ২০ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরের টঙ্গীতে ৫ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু
গাজীপুরের টঙ্গীতে ৫ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু
গাজীপুর প্রতিনিধি::গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা ময়দানে ২০ নভেম্বর শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে তাবলীগ জামাতের বিশ্ব ইজতেমার প্রাক-প্রস্তুতিমূলক জোড় ইজতেমা৷ প্রতিবছর বিশ্ব ইজতেমার শুরু হওয়ার ৪০ দিন আগে পাঁচ দিনের এ জোড় ইজতেমা অনুষ্ঠিত হয়৷ ৫ দিনব্যাপী এ জোড় ইজতেমায় দেশ-বিদেশের লাখো ধর্মপ্রাণ মুসলি্ল অংশ নিয়েছেন৷ কালেমা, নামাজ, ঈমান-আমল, জান্নাত-জাহান্নাম ও তাবলীগের উদ্দেশ্য, মেহনত সম্পর্কে এ জোড় ইজতেমায় মুরুবি্বরা দাওয়াতের মাধ্যমে ছয় উসুলের মৌলিক বিষয়াদির ওপর বিস্তারিত বয়ান করবেন৷
ইতোমধ্যে তাবলীগ জামায়াত কর্মীরা টঙ্গীর তুরাগ নদীর তীরে জমায়েত হয়েছেন৷ জোড় ইজতেমার প্রথম দিন শুক্রবার হওয়ায় প্রতি বছরের মতো শুক্রবারও ঢাকা, গাজীপুরসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে মুসলি্লরা জুম্মার নামাজে অংশগ্রহণ করেন৷ জোড় ইজতেমা উপলক্ষে ময়দানের ভিতর ও বাইরে নিরাপত্তা জোরদার করা হয়েছে৷ মোতায়েন করা হয়েছে পুলিশসহ বিভিন্ন আইনশৃংখলা বাহিনীর সদস্য৷
ইজতেমা ময়দানের মুরুবি্ব প্রকৌশলী গিয়াসউদ্দিন আমাদের প্রতিনিধিকে জানান, আগামি ২০১৬ সালের ৮ জানুয়ারী শুক্রবার থেকে ১০ জানুয়ারী রবিবার প্রথম পর্ব এবং ৪ দিন বিরতির পর ১৫ জানুয়ারী শুক্রবার ২য় পর্বের বিশ্ব ইজতেমা শুরু হয়ে ১৭ জানুয়ারী রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে৷ বিশ্ব ইজতেমাকে সুন্দর ও সফলভাবে সম্পন্ন করার জন্য জোড় ইজতেমার মাধ্যমে প্রাক-প্রস্তুতিমূলক কার্যক্রম গ্রহণ করা হয়৷ বিভিন্ন মেয়াদের চিল্লাধারী মুসলি্লরা এ জোড় ইজতেমায় অংশ নেন এবং জোড় ইজতেমা শেষে বিভিন্ন অঞ্চলে তারা তাবলীগী কাজে ছড়িয়ে পড়েন৷ অনুষ্ঠেয় দুই পর্বের বিশ্ব ইজতেমার নানা দিক নিয়ে জেলা উপজেলা পর্যায়ের তাবলিগ নেতাদের সঙ্গে পরামর্শ (মসোয়ারা) করা হবে৷
ইজতেমার মুরুবি্ব আব্দুন নূর আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানান, সকাল ৯টায় জোড় ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে৷ ২৪ নভেম্বর মঙ্গলবার দুপুরে দোয়ার মাধ্যমে জোড় ইজতেমা শেষ হবে৷
টঙ্গী মডেল থানার ওসি ফিরোজ তালুকদার আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানান, ইতোমধ্যে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তাদানে নিয়োজিত রয়েছে ৷ পাশাপাশি র্যাবসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা কঠোর নিরাপত্তা বলয়ের মাধ্যমে মুসলি্লদের সার্বক্ষণিক নিরাপত্তায় নিয়োজিত থাকবেন৷