![রাঙামাটিতে জুলাই গণহত্যার ভিডিও এবং ছবি প্রদর্শনী](https://www.chtmedia24.com/cloud/archives/2025/02/2035-micro.jpg)
![CHT Media24.com অবসান হোক বৈষম্যের](https://www.chtmedia24.com/cloud/archives/fileman/logo.jpg)
শনিবার ● ২৬ আগস্ট ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গুনিয়াতে ৮ মামলার অাসামীকে গ্রেফতার করেছে পুলিশ
রাঙ্গুনিয়াতে ৮ মামলার অাসামীকে গ্রেফতার করেছে পুলিশ
রাঙ্গুনিয়া প্রতিনিধি :: রাঙ্গুনিয়াতে ৮ মামলার আসামী মোহাম্মদ ইলিয়াস ওরফে বুইল্যা (৩৭)কে গ্রেফতার করেছে থানা পুলিশ। সে উপজেলার পদুয়া ইউনিয়নের সুখবিলাস গ্রামের আবদুল হাফেজ আহমদের পুত্র। ২৫ আগষ্ট শুক্রবার নিজ বাড়িতে থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ মো. আহসানুল কাদের মিয়া বলেন, বুইল্যার বিরুদ্ধে বান্দরবান, রাঙামাটি, চন্দ্রঘোনা ও রাঙ্গুনিয়া থানায় অপহরণ, অবৈধ অস্ত্র ও মাদক মামলাসহ ৮ টি মামলা রয়েছে। রাঙ্গুনিয়া থানার শিলক তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. রবিউল হোসেন বলেন, ২৩ আগস্ট রাঙ্গুনিয়া থানায় দায়ের করা একটি মারামারি মামলায় গ্রেফতার করার পর তার অন্য মামলা গুলোর খোঁজ পাওয়া যায়।