শুক্রবার ● ২০ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » বিশ্বনাথে সবজির বাম্পার ফলন,সাফল্যগাঁথা অন্যদের উজ্জীবিত করছে
বিশ্বনাথে সবজির বাম্পার ফলন,সাফল্যগাঁথা অন্যদের উজ্জীবিত করছে
মোঃ আবুল কাশেম,বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি::সিলেটের বিশ্বনাথে বিভিন্ন স্থানে শীতকালিন সবজির বাম্পার ফলন হয়েছে ৷ সবজি চাষ করে অনেকেই স্বাবলম্বী হচ্ছেন৷ বিভিন্ন পেশার মানুষ সবজি চাষ করতে দেখা যায়৷ উপজেলার তবলপুর গ্রামের আবদুল আহাদ ও শাহজিরগাঁও গ্রামের মকবুল আলীর সবজি চাষে সাফল্য চমকে দেয়ার মতো৷ শুধু আবদুল আহাদ ও মকবুল আলী নয় বিশ্বনাথে এ রকম অনেক সফল সবজি চাষি রয়েছেন৷ যাদের সাফল্যগাঁথা অন্যদের উজ্জীবিত করছে ৷
সরেজমিন উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, এ বছর ব্যাপকভাবে সবজি চাষ করা হয়েছে ৷ উপজেলার ছহিফাগঞ্জ, মাধবপুর, কর্মকলাপতি, হরিপুর, রহিমপুর, তবলপুর, রামাইরচক, রামপুর, খালপার, মুছেধর, সোনাপুর, মুফতিরবাজার, তালিবপুর, হোসেনপুর, বন্দুয়া ও বাওনপুর, কারিকোনা, শাহজিরগাঁও, কাদিপুর এলাকার বিভিন্ন স্থানে হাজার হাজার একর জমিতে ব্যাপক সবজি চাষ হয়েছে৷ এক সময় এসব এলাকা আলু চাষের জন্য প্রসিদ্ধ ছিল৷ কিনত্ম তাতে মন্দা দেখা দেয়ায় এখন তারা বিভিন্ন সবজি চাষে ঝুঁকে পড়েছেন৷ শুধু হরিপুর গ্রামের প্রায় ৫০ জন কৃষক অনত্মত ১০০ একর জমিতে সবজি চাষ করেছেন৷ এর মধ্যে টমেটো চাষ করা হয়েছে প্রায় ৭০ একর জমিতে৷ এছাড়া চাষকৃত সবজির মাঝে রয়েছে শিম, বেগুণ, আলু, ফুলকপি, বাঁধাকপি, ওলকপি,শালগম, ফরাশ, মুলা, লালশাক ও কাঁচা মরিচ৷ এসমব সবজি চাষিরা প্রতিদিন উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের মুফতিরবাজার সকালে সবজি নিয়ে আসেন৷ বিশ্বনাথের সব চেয়ে বড় সবজির বাজার হিসেবে পরিচত মুফতির বাজার ৷ এ বাজার থেকে প্রতিদিন সকালে দেশের বিভিন্ন জায়গায় সবজি রপ্তানি হয়৷ মুফতিরবাজার সড়কের বেহাল দশা থাকায় ঝুঁকি নিয়ে যানবাহান চলাচল করে আসছে৷
সবজি চাষিদের সঙ্গে আলাপকালে জানা যায়, একটি টমেটো গাছে ৩০-৩৫ টাকা খরচ হয়৷ আর প্রতি টমেটো গাছ থেকে পাওয়া যায় ৫-১০ কেজি টমেটো৷ মৌসুমের শুরুতে সবজি বিক্রি শুরম্ন করতে পারায় খরচ পুষিয়ে গত বছরের চেয়েও বেশি টাকা আয় করা সম্ভব বলে মনে করছেন সবজি চাষিরা৷ চাষকৃত এসব সবজি সিলেট নগরীর বিভিন্ন আড়তে পাইকারি দরে বিক্রি হয়৷ অনেক সময় পাইকারি ব্যবসায়ীরা টাটকা সবজি কিনতে সরাসরি ক্ষেতে চলে যান৷ স্থানীয় বাজারে এ সবজির প্রচুর চাহিদা রয়েছে৷ কীটনাশকমুক্ত ও সার কম থাকায় সিলেটের বাইরের সবজি থেকে স্থানীয় এ সবজি সুস্বাদু ৷
উপজেলার শাহজিরগাঁও গ্রামের মকবুল আলী জানান, পাঁচ একর জমিতে শিম চাষবাদ করতে তার ব্যয় হয়েছে প্রায় এক লক্ষ টাকা৷ এখন প্রতিদিন এক-দেড় মণ শিম বাজারে এনে বিক্রি করেন৷ গত সপ্তাহে প্রতি কেজি শিম বিক্রি করেছেন ৭০ টাকা করে৷ কিন্তু বাজারে শিমের দাম কমে যাওয়ায় রোববার প্রতি কেজি শিম ৫০ টাকা দামে বিক্রি করছেন বলে জানান৷ এ পর্যন্ত তিনি ২০ হাজার টাকার শিম বিক্রি করেছেন এবং আরও প্রায় চার লক্ষ টাকার শিম বিক্রি করতে পারবেন বলে তিনি জানান৷
হোসেনপুর গ্রামের মুস্তাক আহমদ মোস্তফা বলেন, আমাদের এলাকায় প্রতি বছর প্রচুর সবজি চাষাবাদ হয়ে থাকে৷ প্রতিদিন স্থানীয় মুফতিরবাজার সবজি চাষিরা সবজি এনে বিক্রি করেন৷ তবে মুফতিরবাজার সড়কের বেহাল দশা থাকায় এলাকাবাসী চরম দূর্ভোগ পুহাতে হচ্ছে৷
উপজেলার কৃষি কর্মকর্তা আলীনূর রহমান সাংবাদিক কে বলেন, উপজেলায় এবছর প্রায় ৩ হাজার ৬০০ হেক্টর জমিতে সবজি চাষাবাদ করার জন্য নির্ধারণ করা হয়৷ প্রায় আড়াই হাজার হেক্টর জমিতে শীত কালিন সবজি চাষাবাদ হয়ে গেছে৷ এতে ভালন ফলনও হয়েছে বলে তিনি জানান৷