সোমবার ● ২৮ আগস্ট ২০১৭
প্রথম পাতা » অপরাধ » ভালুকায় বোমা বিস্ফোরণে নিহত আলম জেএমবি সদস্য: বিস্ফোরক উদ্ধার
ভালুকায় বোমা বিস্ফোরণে নিহত আলম জেএমবি সদস্য: বিস্ফোরক উদ্ধার
ময়মনসিংহ অফিস :: (১৩ ভাদ্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৭.১৩মি.) ময়মনসিংহের ভালুকায় সন্দেহভাজন জঙ্গি অস্তানায় তল্লাশি চালিয়ে বেশ কিছু বোমা, গ্রেনেড এবং বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশের বোমা বিশেষজ্ঞ দল। সেইসাথে বোমা বিস্ফোরণে নিহত আলম ‘জেএমবি সদস্য’ বলে নিশ্চিত হয়েছে পুলিশ।
ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের কাশর এলাকায় আধা-পাকা ওই বাড়িতে ২৭ আগষ্ট রবিবার সন্ধায় বোমা বিস্ফোরণে একজন নিহত হওয়ার পর থেকে বাড়িটি ঘিরে রেখেছিল পুলিশ। পরে ঢাকা থেকে পুলিশের বোমা বিশেষজ্ঞ দলের সদস্যরা ভালুকা পৌঁছানোর পর ২৮ আগষ্ট সোমবার সকালে সেখানে তল্লাশি শুরু করে।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) নূরে আলম দুপুরে সাংবাদিকদের বলেন, “নিহত জঙ্গির ঘর থেকে তিনটি বড় আকারের শক্তিশালী বোমা, তিনটি ট্রেসার, একটি গ্রেনেড ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা করেছে। এখন সেগুলো নিস্ক্রিয় করার কাজ চলছে।” অভিযান শুরুর পর তাজা বোমা পেয়ে সেগুলোর বিস্ফোরণ ঘটানো হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম সকালে সাংবাদিকদের জানান, নিহতের পরিচয় সম্পর্কে তারা নিশ্চিত হয়েছেন। তার নাম আলম প্রামাণিক, বাড়ি নাটোর সদর উপজেলার তেলকুপি গ্রামে।
“সে জেএমবির আত্মঘাতী স্কোয়াডের সদস্য ও একজন বোমা বিশেষজ্ঞ ছিল। বোমা বানানোর সময়ই বিস্ফোরণের ওই ঘটনা ঘটে।”
এর আগে রবিবার সন্ধ্যায় ওই বাড়িতে বোমা কিংবা বোমা ডিভাইস থাকতে পারে ধারণা করে পুলিশ অভিযান না চালিয়ে বাড়িটি ঘিরে রাখে এবং ঢাকা থেকে বোমা বিস্ফোরক বিশেষজ্ঞ দল ডাকা হয়।
প্রসঙ্গত, ভালুকা উপজেলার হবিরবাড়ির কাশর গ্রামে একটি ঘরের ভেতর বোমা বিস্ফোরণে রবিবার সন্ধায় একজন নিহত হয়। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির মালিক আজিম উদ্দিন, নিহতের স্ত্রী-সন্তানসহ সাতজনকে আটক করেছে পুলিশ।