মঙ্গলবার ● ২৯ আগস্ট ২০১৭
প্রথম পাতা » অপরাধ » ঝালকাঠিতে ২৪ ঘন্টায় অভিযানে ইয়াবাসহ ৭জনকে আটক করেছে পুলিশ
ঝালকাঠিতে ২৪ ঘন্টায় অভিযানে ইয়াবাসহ ৭জনকে আটক করেছে পুলিশ
ঝালকাঠি প্রতিনিধি :: (১৪ ভাদ্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৫১মি.) ঝালকাঠি জেলার বিভিন্ন এলাকা থেকে ইয়াবাসহ ৭জনকে গত ২৪ ঘন্টায় পৃথক অভিযানে আটক করেছে গোয়েন্দা ও থানা পুলিশ। এদের মধ্যে আজ ২৯ আগষ্ট মঙ্গলবার সকালে নলছিটি উপজেলার আমিরাবাদ বাসস্ট্যান্ড থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) মো. মোর্শেদ খান পরশ (৩০) নামে এক যুকককে আটক করে। তার কাছ থেকে উদ্ধার হয় প্রায় আড়াই লাখ টাকা মূল্যের ৪৫০টি ইয়াবা ট্যাবলেট। আটক মোর্শেদ জেলা সদর উপজেলার দড়িয়াপুর গ্রামের মৃত ইয়াকুব আলী খানের ছেলে।
এর আগের দিন সোমবার বিকেলে জেলা শহরের কীর্ত্তিপাশা মোড় থেকে মো. জুয়েল মিয়া (৩২), মো. সেলিম মিয়া (৩৫), মো. রাব্বি তালুকদার (২৫) কে ইয়াবাসহ ডিবি পুলিশ আটক করে। একই দিন পৃথক অভিযানে শহরের পশ্চিম ঝালকাঠি থেকে ইয়াবাসহ আটক হন মো. মতিউর রহমান মতিন (৩৭),এরা সবাই জেলা শহরের বাসিনন্দা।
অপরদিকে সোমবার রাতে জেলার কাঁঠালিয়া উপজেলার পাটিকালঘাটা এলাকা থেকে ইয়াবাসহ পুলিশের কাছে আটক হন ওই উপজেলার শাকিল জোমাদ্দার (১৮) ও ইকবাল হোসেন (১৮)। একই রাতে রাজাপুর উপজেলার জেলে পাড়া এলাকা থেকে পুলিশ ওই উপজেলার মো. সোহাগ সিকদার (২৮) কে আটক করে।
মঙ্গলবার দুপুরে ঝালকাঠি পুলিশ সুপারের সভাকক্ষে সংবাদ সম্মেলন করে জেলা পুলিশ এ তথ্য জানায়। ইয়াবাসহ আটককৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান।