মঙ্গলবার ● ২৯ আগস্ট ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » লামা রুপসীপাড়া ইউনিয়নে সোলার প্যানেল বিতরন
লামা রুপসীপাড়া ইউনিয়নে সোলার প্যানেল বিতরন
লামা (বান্দরবান) প্রতিনিধি :: (১৪ ভাদ্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.২৬মি.) পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সহযোগিতায় “পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকার সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ শীর্ষক প্রকল্পের আওতায় বান্দরবানের লামায় রুপসীপাড়া ইউনিয়নে সোলার প্যানেল বিতরণ করা হয়েছে।
২৮ আগষ্ট সোমবার রুপসীপাড়া ইউনিয়ন পরিষদ সভাকক্ষে ইউনিয়নের ৬ ও ৭ নং ওয়ার্ডে প্রথম ধাপে ২২০টি দুঃস্থ পরিবারের মাঝে বিনামূল্যে এ সোলার বিতরণ করা হয়।
সোলার বিতরণ উদ্বোধন করেন রুপসীপাড়া ইউপি চেয়ারম্যান ছাচিংপ্রু মার্মা।
রূপসীপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডে খবির উদ্দিন, ৭নং ওয়ার্ডে মেনলেই মুরুং ও সাথুইখই মার্মা সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, জননেত্রী শেখ হাসিনা যে সমস্ত দুর্গম প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ নাই সেখানে বিদ্যুৎ ব্যবস্থায় এ সোলার হোম সিস্টেম বিতরণ করেছেন। এখন আমাদের ঘরেও আলোর বাতি জ্বলবে। আর্থিক দুর্বলতার কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা আলোর বাতি কিনতে পারিনি। এখন আমাদের ছেলে মেয়েরা আলোর বাতিতে লেখাপড়া করতে পারবে।
বিতরণ অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান ছাচিংপ্রু মার্মা বলেন, ‘ঘরে ঘরে বিদ্যুৎ’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে বিনামূল্যে সোলার প্যানেল বিতরন করে পাহাড়ে জুমিয়া ও দুঃস্থ পরিবারে আলোরবাতি জ্বলানোর ব্যবস্থা করেছে। এই প্রকল্পের বাস্তবায়নে প্রান্তিক জুমিয়া ও দুঃস্থ পরিবারগুলো তাদের অন্ধকার দূর করে উন্নত জীবনের ছোঁয়া পাবে।
এসময় উপস্থিত ছিলেন, পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের সোলার প্যানেল প্রকল্পের টেকনিক্যাল কর্মকর্তা আশুতোষ চাকমা, ইঞ্জিনিয়ার সজিব চাকমা, ওয়ার্ড মেম্বার আবুল ও আব্দুল মান্নান প্রমুখ।