শুক্রবার ● ২০ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » অপরাধ » বান্দারবানে পিস্তল, গুলি ও ১০০ পিস ইয়াবা উদ্ধার করেছে ডিবি
বান্দারবানে পিস্তল, গুলি ও ১০০ পিস ইয়াবা উদ্ধার করেছে ডিবি
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানে ডিবি পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের বন্দুক যুদ্ধ হয়েছে। ২০ নভেম্বর শুক্রবার রাত ২টার সময় রাজবিলা ইউনিয়নের আমতলী এলাকায় এ ঘটনা ঘটে। সন্ত্রাসীদের গুলিতে ডিবি পুলিশে দুই সদস্য আহত হয়েছে। ডিবি পুলিশ সন্ত্রাসী বাহিনীর প্রধানসহ দুইজনকে আটক করেছে। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও ১০০ পিস ইয়াবা উদ্ধার করেছে।
জেলা সদর থানার ডিবি পুলিশের ওসি মো: মঞ্জুরুল আলম জানান, শুক্রবার রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলা রাজবিলা ইউনিয়নের আমতলী এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের খবর পেয়ে সন্ত্রাসীরা বাহিনীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও সন্ত্রাসীদের লক্ষ্য করে পাল্টা গুলি ছোড়ে। এতে উভয়ের মধ্যে ১০ রাউন্ড গুলি বিনিময় হয়। সন্ত্রাসীদের আক্রমনে ডিবি পুলিশে দুই সদস্য আহত হন। এরা হলেন, তোহেল ও কামরুল। পুলিশের অভিযানে সন্ত্রাসী বাহিনীর প্রধান মো: ইলিয়াছ ওরপে বুলুসহ দুইজনকে আটক করে। বুলুকে ইয়াবা নামেও এলাকার মানুষ চেনে। সে ইয়াবা ব্যবসায়ী। তার পিতার নাম আবুল হাফেজ। তার বাড়ি চট্টগ্রামে রাঙ্গুনিয়া উপজেলার শোকবিলাসে। আটক অন্যজন মো: রুবেল (২২)। তার পিতার নাম জয়নাল। তার বাড়ি রাঙ্গুনিয়া ধুপপুকুরিয়া এলাকায়।
ডিবি পুলিশের অভিযানে সন্ত্রাসীদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি, ১০০ পিস ইয়াবা ও চারটি মোবাইল উদ্ধার করা হয়েছে। আটক বুলুর বিরুদ্ধে বান্দরবান, রাঙ্গুনিয়া ও চন্দ্রঘোনা থানায় বিভিন্ন ঘটনার বেশ কয়েকটি মামলা রয়েছে।