বৃহস্পতিবার ● ৩১ আগস্ট ২০১৭
প্রথম পাতা » আন্তর্জাতিক » সুব্রত কাপ ফুটবলে বিকেএসপি’র কিশোরদের গোল বন্যা
সুব্রত কাপ ফুটবলে বিকেএসপি’র কিশোরদের গোল বন্যা
ক্রীড়া প্রতিবেদক :: (১৬ ভাদ্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় দুপুর ৩.১৬মি.) গতকাল ৩০ আগষ্ট দিল্লিতে অনুষ্ঠিত সুব্রত কাপের বর্তমান চ্যাম্পিয়ন বিকেএসপি অনূর্ধ্ব-১৪ ফুটবল দল ১৬-০ গোলের বিশাল ব্যবধানে ভারতের লাক্সি দ্বীপকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উন্নিত হয়েছে।
দিল্লিতে অনুষ্ঠিত ৫৮তম সুব্রত মুখার্জী কাপ আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা-২০১৭ এ অপেক্ষাকৃত দূর্বল দলের সাথে বিকেএসপি’র কিশোর ফুটবলাররা একচেটিয়া প্রাধান্য বিস্তার করে প্রথমার্ধেই ৯টি ও দ্বিতীয়ার্ধে ৭টি গোল করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। বিকেএসপি’র মোট তিনজন ফুটবলার হ্যাট্রিক করার মুন্সিয়ানা দেখান। এরা হলেন নাফিউ ৪টি, নাসির ৩টি ও এলমান ৩টি।
এছাড়াও হৃদয় ২টি, অপূর্ব মালি ১টি, শুভ সরকার ১টি রাকিবুল ১টি ও শরিফ ১টি করে গোল করেন। বিকেএসপি দল গ্রূপ পর্বের তিন খেলায় মোট ২৬টি গোল করে।গ্রূপ পর্বের থেলা গুলোতে বিকেএসপি’র ফুটবলাররা ছন্দময় খেলা উপহার দেন। বিকেএসপি’র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সামছুর রহমান দলের এ সাফল্যে সকলকে অভিনন্দন জানিয়েছেন।
আগামীকাল ১ সেপ্টেম্বর শুক্রবার বিকেএসপি আফগানিস্তান দলের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল খেলবে।
টুর্নামেন্টে মোট ৩২ টি দল ৮টি গ্রুপে অংশ নিবে । পুল- ‘এইচ’ এ বিকেএসপি ছাড়াও রয়েছে সিকিম,ডামান এ্যান্ড ডিউ ও লাক্সিদ্বীপ প্রদেশ ।
বিকেএসপি দলের মেনেজার ও কোচের দায়িত্বে আছেন যথাক্রমে হাসান আল মাসুদ ও মো: আব্দুল্লাহ জাহিদ ।
উল্লেখ্য বিকেএসপি দলটি বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করছে।