শুক্রবার ● ১ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ
ঝিনাইদহে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ
ঝিনাইদহ প্রতিনিধি :: ভয়াবহ বন্যায় ভাসছে উত্তরাঞ্চলের মানুষ। দেশের ভয়াবহ বন্যায় সামাজিক ও মানবিক দ্বায়িত্ববোধ থেকেই বন্যার্তদের পাশে দাড়ালো ঝিনাইদহের ‘যুব আহ্বান’ নামের একটি সামাজিক সংগঠন। ৩ দিনের ত্রাণ বিতরণ শেষে ৩১ আগষ্ট বৃহস্পতিবার ঝিনাইদহে ফিরেছেন সংগঠনটির নেতৃবৃন্দ। ওই সংগঠনের নিজম্ব তহবিল থেকে বানভাসী ৩’শ ৫০ টি পরিবারের মাঝে বিতরণ করা হয় খাদ্যসামগ্রী। ‘যুব আহ্বান’ এর আহ্বায়ক খাঁন এম এস জামান শিমুল জানান, আত্রাই-পত্নিতলা, মান্দা-বাগমারিসহ নওগা-রাজশাহীর বিভিন্ন এলাকার মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। তিনি বলেন, মানুষ যে কত অসহায় সেখানে গিয়ে অনুভব করতে পেরেছি। বন্যাকবলিত এলাকার অসহায় মানুষের পাশে দ্রুত দাড়াবার জন্যে সমাজের বিত্তবানদের আহ্বান করেন তিনি।
উল্লেখ্য, ঝিনাইদহের প্রাণ-নবগঙ্গা নদী বাঁচানোর দাবিতে”বাঁচাও নবগঙ্গা, সাজাও ঝিনাইদহ”-শ্লোগানে সংগঠনটি দীর্ঘদিন কাজ করে আসছে।