![মিরসরাইয়ের ভারতীয় ২৪ গরু আটক](https://www.chtmedia24.com/cloud/archives/2025/02/254-micro.jpg)
![CHT Media24.com অবসান হোক বৈষম্যের](https://www.chtmedia24.com/cloud/archives/fileman/logo.jpg)
শুক্রবার ● ১ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাউখালীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে ৩জন আহত
কাউখালীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে ৩জন আহত
কাউখালী প্রতিনিধি :: রাঙামাটি জেলার কাউখালী উপজেলায় ৩নং ঘাগড়া ইউনিয়নের কাশখালী গ্রামে চা দোকানে ৩১ আগষ্ট বৃহস্পতিবার সন্ধ্যায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরন ঘটে এতে ৩জন আহত হন বলে খবর পাওয়া যায়।
জানা যায়, ৩১ আগষ্ট বৃহস্পতিবার সন্ধ্যায় কাউখালী উপজেলার কাশখালী গ্রামের আমতল এলাকায় সন্ধ্যা ৭টার সময় রহিমের চা দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরন ঘটলে ঘটনাস্থলে ৩জন গুরুতর আহত হন। দোকানে থাকা লোকজন আহতদের সংগে সংগে তাদের উদ্ধার করে কাউখালী উপজেলা হাসপাতালে নিয়ে আসেন। আহতরা হলেন : মো. আলা উদ্দিন (৩০) পিতা মো. রুহুল আমিন, মো. বেলাল হোসেন (৩০) পিতা মো ইদ্রিস ও মো. শাহালম (৩৫) পিতা মো. সাদেক মিয়া। আহতরা বর্তমানে কাউখালী উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বলে জানা গেছে।