শুক্রবার ● ১ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম » মায়ানমারে মানুষ হত্যা বন্ধের দাবীতে চট্টগ্রামে মানববন্ধন
মায়ানমারে মানুষ হত্যা বন্ধের দাবীতে চট্টগ্রামে মানববন্ধন
চট্টগ্রাম প্রতিনিধি :: (১৭ ভাদ্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.৪৩মি.) ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিলের উদ্যোগে মায়ানমারে রোহিঙ্গা মুসলমান তথা সাধারন মানুষ হত্যা বন্ধের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অাজ ১ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে অান্দরকিল্লা চত্ত্বরে সংগঠনের সাধারণ সম্পাদক স.ম. জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এ সময় মানবন্ধনে একাত্নতা পোষণ করে বক্তব্য রাখেন সংগঠক মো. অাব্দুর রহিম ও ডা. জামাল উদ্দীন প্রমুখ।
এসময় মানবন্ধনে বক্তারা বলেন অামাদের প্রতিবেশী রাষ্ট্র মায়ানমারে সেনাবাহিনী যেভাবে রোহিঙ্গা মুসলিম ও সাধারন জনগণকে অমানবিক অত্যাচার, ঝুলুম করে হত্যা করা হচ্ছে তা কোনমতে মেনে নেওয়া যায়না।
এ অমানুষিক ও নিষ্ঠুর অত্যাচারের বিরুদ্ধে বিশ্বের সকল বিবেক সম্পন্ন মানুষকে জেগে উঠার অাহবান জানান।
বক্তারা অারো বলেন জাতিসংঘ, বিশ্বের মানবাধিকার সংস্থা, ও অাইসি সহ বিশ্বের সকল অান্তর্জাতিক সংস্থাকে এ হত্যাকান্ড বন্ধের দ্রুত অাহবান জানান।