শুক্রবার ● ১ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গুনিয়াতে টুং টাং শব্দে মুখরিত কর্ম ব্যস্ত কর্মকারা
রাঙ্গুনিয়াতে টুং টাং শব্দে মুখরিত কর্ম ব্যস্ত কর্মকারা
রাঙ্গুনিয়া প্রতিনিধি :: (১৭ ভাদ্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৪৩মি.) রাত পোহালে ২ সেপ্টেম্বর শনিবার পবিত্র ঈদুল আজহা। দেশের অন্যান্য স্থানের ন্যায় রাঙ্গুনিয়ার মোগলের হাটে কামার পল্লীগুলোতে চলছে কাজের কর্মচঞ্চলতা। কোরবানির পশুর চাড়মা,আর গোশত কাটাকাটি করতে দা, বটি, ছুরি, চাপাতিসহ ধারালে অস্ত্র তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন কামারেরা (কর্মকার)। এসকল সরঞ্জাম বেচাকেনার পাশাপাশি ধাতব সরঞ্জামাদি গুলোতে ও ভিড় ক্রমশই বাড়ছে। তবে ঈদের বিপুল চাহিদার যোগান দিতে একমাস আগে থেকে পুরোদমে কাজ শুরু করেছেন অনেক কর্মকার শ্রমিকেরা।
সরজমিনে উপজেলা বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, অল্প কিছুদিন আগেও উপজেলার রোয়াজার হাট,দক্ষিণ রাজানগরের ধামাইর হাটসহ বিভিন্ন হাট বাজারে বর্তমান আধুনিক যন্ত্রাংশের প্রভাবে কামার শিল্পের দুর্দিন চললেও পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে জমে উঠেছে এই শিল্প। কোরবানির ঈদকে সামনে রেখে কামার (কর্মকার) পল্লিতে বেড়েছে কর্ম ব্যস্ততা। কামার (কর্মকার) শিল্পিদের কর্মাঞ্চল ও কাজের ব্যস্ততা দেখে মনে হয় যেন তাদের দম ফেলার সময় নেই।