শুক্রবার ● ২০ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » পার্বত্য চুক্তি বিরোধী ইউপিডিএফ নেতার মুক্তির দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ
পার্বত্য চুক্তি বিরোধী ইউপিডিএফ নেতার মুক্তির দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ
চট্টগ্রাম প্রতিনিধি :: আজ ২০ নভেম্বর শুক্রবার বিকাল ৪ ঘটিকার সময় গণতান্ত্রিক যুব ফোরাম মহানগর শাখা এবং বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ মহানগর শাখা ও চবি শাখার উদ্যোগে ইউপিডিএফ নেতা প্রতিম চাকমা গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জিকো ত্রিপুরা, পিসিপি নেতা নিকাশ চাকমা, বিশিষ্ট ব্যবসায়ী স্বপন চাকমা (চোগা), স্থানীয় ব্যবসায়ী মানিক ধন চাকমা এবং “প্রগতিশীল পাঠাগার হুয়াঙ বোইওবা” অর্থ সম্পাদক খোকন চাকমা, সেনাবাহিনী কর্তৃক গ্রেপ্তারের প্রতিবাদে ও আটককৃতদের নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। উক্ত মিছিলটি নিউ মার্কেট দোস্ত বিল্ডিং হতে শহীদ মিনার ঘুরে চেরাগী মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। উক্ত সমাবেশে বক্তব্য রাখেন বৃহত্তর পাবর্ত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জুপিটার চাকমা এবং গণতান্ত্রিক যুব ফোরামের চট্টগ্রাম মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক সুকৃতি চাকমা, উপস্থিত ছিলেন বন্দর যুব ফোরামের সভাপতি রবি চাকমা। উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর শাখার গণতান্ত্রিক যুব ফোরামের সভাপতি বিজয় চাকমা। বক্তারা বলেন, গত ১৯ নভেম্বর খাগড়াছড়ি সদর উত্তর খবং পজ্যা দোকান থেকে ইউপিডিএফ এর ৬ নেতাকর্মী ও সরকারের পাষ্য লেলিয়ে দেওয়া সেনাবাহিনীরা গ্রেপ্তার করেছে। গণতান্ত্রিক দেশে সরকার এই কেমন অগণতান্ত্রিক অসভ্য বর্বরতা, অমানবিক আচরণ। সরকার ও সেনাবাহিনী নিন্দনীয় পেশি শক্তি দমন পীড়ন কর্মকান্ডকে তীব্র নিন্দা ও আটককৃতদের অনতিবিলম্বে মুক্তি দাবি জানিয়েছেন। বক্তারা বলের, অগণতান্ত্রিক অসাংবিধানিক ও মানবাধিক লংঘন করে উল্লেখ্য করে বলেন, ইউপিডিএফ এর নেতাকর্মী ও সমর্থকদের উপর দমন পীড়নের অংশ হিসেবে বিনা ওয়ারেন্টে তাদেরকে আটক করা হয়েছে। এইভাবে রাজনৈতিক নিপীড়ন চালিয়ে ইউপিডিএফকে জনগণ থেকে ন্যায় সঙ্গত আন্দোলন থেকে সরানো যাবে না। ইউপিডিএফকে নির্মুল করতে গঠন লগ্ন থেকে নেতাকর্মীদের উপর বিভিন্নভাবে সরকার সেনাবাহিনী দমন নিপীড়ন গ্রেপ্তার করে আসছিল। কিন্তু ইউপিডিএফকে পুর্ণ স্বায়ত্বশাসন অভিষ্ট লক্ষ্য থেকে এক চুল সরাতে পারেনি। সমাবেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
আপলোড : ২০ নভেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ৮.২৭ মিঃ