শুক্রবার ● ২০ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » পাবনা » পাবনায় লালন স্মরণোত্সব
পাবনায় লালন স্মরণোত্সব
মিজান তানজিল:: দুদিন ব্যাপী লালন স্মরণোত্সবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি কমরেড জসিম ম-ল বলেছেন, লালন ফকির ছিলেন, গণমানুষের শিল্পী৷ লালনের আধ্যাত্মিক গানের কথা আমাদের মন ও হৃদয়কে নাড়া দেয়৷ বহুযুগ আগে তিনি গানের কথায় বলে গেছেন, সত্য কাজে কেউ নয় রাজি সবই দেখি তানা না না…৷ জসিম ম-ল আরও বলেন, বর্তমান আশান্ত বিশ্বে লালনের শান্তির বাণী সারা বিশ্বে পৌঁছে দিতে হবে৷
অনুষ্ঠানের উদ্বোধন করেন ইউনিভার্সাল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ-এর ব্যবস্থাপনা পরিচালক কবি সোহানী হোসেন ও বিশিষ্ট লালন সঙ্গীত শিল্পী ফরিদা পারভীন৷ অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন, পাবনা প্রেস ক্লাবের সভাপতি রবিউল ইসলাম রবি, লালন পরিষদের সাধারণ সম্পাদক রেজাউল করিম মণি, ডা.মোখলেছ মুকুল ও মির্জা গোলাম রব্বানী৷
“মানুষ ভজলে সোনার মানুষ হবি” লালন সাঁই-এর গানকে প্রতিপাদ্য করে লালন স্মৃতি পরিষদ, পাবনা অনুষ্ঠানের আয়োজন করেন৷ বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল পৌর মিলনায়তনে শুক্রবার প্রথম দিনের অনুষ্ঠানমালা উপভোগ করার জন্য প্রচুর দর্শক-শ্রোতার সমাগম হয়৷ সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট লালন সঙ্গীত শিল্পী ফীরদা পারভীন৷ এছাড়াও স্থানীয় শিল্পীদের মধ্যে লালন সঙ্গীত পরিবেশন করেন, সুদীপ্ত, শাম্মী, অর্পনা, মীম, অর্পিতা, দেলোয়ার, শহিদুল ও সুশান্তা৷ তবলা সঙ্গত করেন, সঞ্জীব দাস নন্দ৷
লালনের কর্ম-এবং জীবন নিয়ে কথা বলেন বিশিষ্ট শিৰাবিদ প্রফেসর মনোয়ার হোসেন জাহেদী৷ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উত্সব উদযাপন পরিষদের আহ্বায়ক জাকির হোসেন৷
আপলোড : ২০ নভেম্বর ২০১৫ : বাংলাদেশ: সময় :রাত ১০.১৫ মিঃ