সোমবার ● ৪ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » আলীকদমে পাথর খেকোদের বিরুদ্ধে মানববন্ধন
আলীকদমে পাথর খেকোদের বিরুদ্ধে মানববন্ধন
আলীকদম প্রতিনিধি :: (২০ ভাদ্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.২৭মি.) আলীকদমে পাথর খেকোদের বিরুদ্ধে মানব বন্ধন করেছে প্রকৃতিবাদী আলীকদমের সুশীল সমাজের নেত্রীবৃন্দ। ৪ সেপ্টেম্বর সোমবার বাঁচাও প্রকৃতি, বাঁচাও আলীকদম, এই স্লোগান স্লোগানে মুখরিত আলীকদম উপজেলা পরিষদ প্রাঙ্গন। ঈদ-উল আযহার আমেজ কেটে উঠার আগেই সংঘবদ্ধ পাথর ব্যবাসায়ীরা তৎপর হয়ে উঠে আলীকদমের পাহাড়ি ঝিরি, খাল ও ছাড়া থেকে পাথর সংগ্রহে। এতে প্রায় দুই শতাধিক লোকজন অংশগ্রহন করে।
এতে বক্তব্য রাখেন, ৪নং কুরুক পাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্রাতপুং ম্রো, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান নাছির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ধুংড়ি মার্মা, সাবেক সাংগঠনিক সম্পাদক সমরঞ্জন বড়ুয়া, আলীকদম মুরুং কল্যান সংসাদের সভাপতি মেনদন ম্রো ও আলীকদম মুরুং কল্যান ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক ইয়োংলক ম্রো, কারবারী প্রতিনিধি আগষ্টিন ত্রিপুরা, মুরুং স্টুডেন্ট এসোসিয়েশনের সভাপতি সিংওয়াই ম্রো ও সাধারণ সম্পাদক চংয়ং ম্রো।
ইতিপূর্বে আলীকদমে পাথর খেকোদের দৌরাত্ব কম থাকলেও সম্প্রতি এদের সংখ্যা প্রায় চোখে পড়ার মতে। প্রশাসনের নাগপাশ কেটে এক শ্রেণীর পাথর ব্যবসায়ী টাকার পাহাড় গড়ছে। অন্যদিকে মাটি খুড়ে পাথর সংগ্রহের কারণে পাহাড়ি পল্লীগুলোতে দেখা দিয়েছে তীব্র পানি সংকট।
এবিষয়ে জানতে চাইলে আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নায়িরুজ্জামান সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, আমরা জানতে পেরেছি যে, কিছু কিছু এলাকায় পাথর উত্তোলন করা হচ্ছে। যারা পাথর উত্তোলন ও পরিবহন করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। ইতি মধ্যে বেশ কিছু পাথর জব্দ করা হয়েছে।