শুক্রবার ● ২০ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাবিতে রাকাবের নিয়োগ পরীক্ষা স্থগিত, মহাসড়ক অবরোধ
রাবিতে রাকাবের নিয়োগ পরীক্ষা স্থগিত, মহাসড়ক অবরোধ
বাপ্পী, রাবি প্রতিনিধি :: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের কর্মকর্তা পদের দ্বিতীয় শিফটের নির্ধারিত পরীক্ষা স্থগিত করা হয়েছে৷ শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে পরীক্ষা স্থগিত ও অব্যবস্থপনার প্রতিবাদে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন বিৰুব্ধ পরীক্ষার্থীরা৷ এসময় সড়কের দুইপাশে ব্যাপক যানজট দেখা দেয়৷
জানা যায়, ভুল করে বিকেলের শিফটের প্রশ্ন সকালের শিফটের পরীক্ষায় দিয়ে দেওয়ায় শুক্রবার সাড়ে ৩টায় নির্ধারিত পরীক্ষা স্থগিত করা হয়৷ দুপুর আড়াইটার দিকে পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়া হয়৷ এতে বিপাকে পড়েন দুর-দুরানত্ম থেকে ছুটে আসা পরীক্ষার্থীরা৷
দুপুর আড়াইটার দিকে পরীক্ষায় অংশগ্রহণ করতে বিভিন্ন ভবনের সামনে উপস্থিত হন পরীক্ষার্থীরা৷ স্থগিতের খবর পাওয়ার পর তারা ভবনগুলোর সামনে অবস্থান নেন৷ এক পর্যায়ে বিকেল সোয়া ৩টার দিকে পরীক্ষা স্থগিত করা ও অনিয়ম-অব্যবস্থাপনার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করেন শতাধিক পরীক্ষার্থী৷ তারা মিছিল নিয়ে রাবির প্রধান ফটকের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেন৷
এ ব্যাপারে রাকাবের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ সালাহউদ্দিন বলেন, বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তি অনুযায়ী পরীক্ষাগ্রহণ ও ফল প্রকাশের সব দায়িত্ব ম্যানেজমেন্ট বিভাগের৷ তারাই এ ব্যাপারে বলতে পারবেন৷
বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক তারিকুল হাসান বলেন, পরীক্ষার্থীদের শান্ত হতে বলা হয়েছে৷ পরবর্তীতে সংশ্লিষ্টদের এব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান তিনি৷
বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক জিন্নাত আরা বেগম বলেন, শুক্রবার দুই শিফটে রাকাবের পরীক্ষা নেওয়ার কথা ছিল৷ প্রথম শিফটে সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বিজোড় রোলধারীদের পরীক্ষা অনুষ্ঠিত হয়৷
পরে বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত দ্বিতীয় শিফটের পরীক্ষা হওয়ার কথা ছিল৷ কিন্তু ভুলবশত সকালের পরীক্ষায় বিকেলের একটি সেটের প্রশ্ন দিয়ে দেওয়া হয়েছিল৷ বিষয়টি বোঝার সঙ্গে সঙ্গেই বিকেলের পরীক্ষা স্থগিত করা হয়৷ পরবর্তীতে এ পরীক্ষা আবারও নেওয়া হবে৷
আপলোড : ২০ নভেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ১০. ২৫ মিঃ