বুধবার ● ৬ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » হালুয়াঘাটে স্বামীর ছোড়া এসিডে একই পরিবারে আহত ৩
হালুয়াঘাটে স্বামীর ছোড়া এসিডে একই পরিবারে আহত ৩
ময়মনসিংহ অফিস :: (২২ ভাদ্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৪৪মি.) ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় সাবেক স্বামীর ছোড়া এসিডে স্ত্রী,শ্যালিকা ও
শ্যালক দগ্ধ হয়েছেন। পরে গুরতর আহত অবস্থায় স্ত্রী মরিয়ম আক্তার (২২), শ্যালিকা মহিরুন
আক্তার (১৪) ও শ্যালক রাসেল মিয়া (২০)কে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
৫ সেপ্টেম্বর মঙ্গলবার রাত ১২টার দিকে উপজেলার জুগলী ইউনিয়নের কালাপাগলা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় এলাকাবাসি ও আহতদের স্বজনরা জানায়, হালুয়াঘাট উপজেলার পৌর শহরের রঘুনাথপুর এলাকার আব্দুল হাই মেম্বারের ছেলে সোহেল মিয়ার (৩০) সাথে গত দুই বছর আগে একই উপজেলার কালাপাগলা গ্রামের মরিয়মের প্রেম করে বিয়ে হয়। তার আগে সোহেলের আরও একটি বিয়ে করলে সেই সংসারে তার একটি কন্যা সন্তান রয়েছে। কিন্তু আগের বিয়ের ব্যাপারে মরিয়মকে কোন কিছু জানায়নি তার স্বামী সোহেল। বিয়ের এক বছর পর মরিয়ম জানতে পারে আগের সংসারেও বউ ও সন্তান রয়েছে। এরপর থেকেই তাদের সংসারে চলতে থাকে ঝগড়া। মাঝে মধ্যে স্বামী সোহেল মদ ও ইয়াবাও সেবন করে মরিয়মকে বেধড়ক মারধর করে নির্যাতন করতো।
প্রায় ৮ মাস আগে স্বামী সোহেল ও স্ত্রী মরিয়মের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটে। এরই
জের ধরে মঙ্গলবার রাত ১০টার দিকে মরিয়ম তার ছোট বোন ও ভাইকে নিয়ে রাতে টিভি দেখছিলেন। ওই সময় সোহেল ঘরের জানালা দিয়ে স্ত্রী মরিয়মকে লক্ষ্য করে এসিড নিক্ষেপ করে। এতে মরিয়মসহ তার ভাই ও বোনের শরীর ঝলছে যায়। পরে তাদের ডাক চিৎকারে স্বজনরা এগিয়ে আসলে সোহেল পালিয়ে যায়।
পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে হালুয়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের দ্রুত ময়মমসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে প্রেরণ করেন।
হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম মিয়া এই ঘটনার
সত্যতা নিশ্চিত করে সিএইচটি মিডিয়াকে বলেন, তালকপ্রাপ্ত স্ত্রীর উপর স্বামীর ছোড়া এসিডে আহতদের উদ্ধার করে মমেক হাসপাতালে পাঠানোর পাশাপাশি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
তবে এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।