বৃহস্পতিবার ● ৭ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » আন্তর্জাতিক » রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন তুরষ্কের ফার্ষ্ট লেডি
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন তুরষ্কের ফার্ষ্ট লেডি
পলাশ বড়ুয়া, উখিয়া প্রতিনিধি :: (২৩ ভাদ্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.১১মি.) মিয়ানমারে নির্যাতিত রোহিঙ্গাদের দেখতে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ান।
এ সময় তিনি রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশ সরকারের মানবিক সিদ্ধান্তের জন্য ধন্যবাদ জানান। সেই সাথে মিয়ানমার সরকারের প্রতি আর্ন্তজাতিক ভাবে চাপ প্রয়োগ করা কথাও তিনি বলেছেন। পরিদর্শনকালে রোহিঙ্গা শিবিরের প্রায় ১কি.মি. পথ পায়ে হেটে তিনি নির্যাতিত রোহিঙ্গাদের সাথে কথা বলেন।
এ সময় ফাষ্ট লেডি নির্যাতিতদের কথা শুনে নিজে কাঁদলেন এবং অন্যাদেরও কাঁদালেন।
৭ বৃহস্পতিবার দুপুরে তিনি তুরস্কের একটি বিশেষ বিমানে কক্সবাজার বিমানবন্দরে এসে পৌঁছেন। সেখান থেকে দুপুর দেড়টার দিকে ৬০ সদস্যের প্রতিনিধি দল নিয়ে কুতুপালং রেজিষ্টার্ড ক্যাম্পে আশ্রয় নেওয়া নতুন রোহিঙ্গাদের বিষয়ে খোঁজ খবর নেন।
এ সময় সাথে ছিলেন, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুট ছাবুসগলো, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী এইচ. মাহমুদ আলী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, মহেশখালী-কুতুবদিয়ার এমপি আশেক উল্লাহ রফিক, কক্সবাজার জেলা প্রশাসক মো. আলী হোসেন, জেলা পুলিশ সুপার ড. ইকবাল হোসেন, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈন উদ্দিন ও অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা প্রমুখ।