শনিবার ● ৯ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রোহিঙ্গা ইস্যুতে বিএনপি’র মানববন্ধনে বান্দরবানে পুলিশি বাধাঁ
রোহিঙ্গা ইস্যুতে বিএনপি’র মানববন্ধনে বান্দরবানে পুলিশি বাধাঁ
বান্দরবান প্রতিনিধি :: (২৫ ভাদ্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.০৪মি.) বান্দরবানে রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে বিএনপি’র মানববন্ধন কর্মসূচী পুলিশি বাধাঁর মুখে পন্ড হয়েছে। এইসময় বান্দরবান যুবদল নেতা মোহাম্মদ শফি’সহ ২ জনকে পুলিশ আটক করে ও পরে সন্ধায় তাদের ছেড়ে দেওয়ায়। শুক্রবার সকালে বান্দরবান বাজারের প্রধান সড়ক মাহাবুবুর রহমান সড়কে তারা মানববন্ধন করলে পুলিশের বাধাঁর মুখে পড়ে।
বান্দরবান জেলা বিএনপি’র সহসভাপতি অধ্যাপক মো. ওসমান গনি’র সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যদের মধ্যে জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তুষার, যুবদলের সদস্য সচিব শাজাদাত হোসেন, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আলী হায়দার বাবলু’সহ সংগঠনের নেতাকর্মীরা।
এদিকে পুলিশ সূত্রে জানাযায় অনুমতি ব্যতিত মানববন্ধন কর্মসূচী পলন করায় পুলিশের বাধা মুখে মানববন্ধন পন্ড হয়ে যায়। পুলিশের ধাওয়া এবং লাঠিচার্জে নেতাকর্মীরা একপর্যায়ে বিভিন্ন অলিগলিতে পালিয়ে যায়।
বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিক উল্লাহ সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ও বিএনপি’র অনুমতি না নিয়ে কর্মসূচী করায় বাধাঁ দেওয়া হয়েছে এবং বান্দরবান শহরের গুরুত্বপূর্ন সড়কগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, মিয়ানমারের রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে বিএনপি’র শান্তিপুর্ন কমর্সূচীতে পুলিশ বাধাঁ দিয়েছেন এবং পুলিশি বাধাঁর মুখে পড়ে শান্তিপুর্ন মানববন্ধন করা য়ায়নি।