রবিবার ● ১০ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » জাতীয় » মোহন রবিদাস ঢাকা বিশ্ববিদ্যালয়ে চা শ্রমিকের প্রথম সন্তান : তথ্যটি মিথ্যা
মোহন রবিদাস ঢাকা বিশ্ববিদ্যালয়ে চা শ্রমিকের প্রথম সন্তান : তথ্যটি মিথ্যা
রিগ্যান কুমার কানু :: মিথ্যা তথ্য দিয়ে ২০১৫ সালে মোহন রবিদাস জয় বাংলা পুরস্কার পেয়েছে। যেখানে বলা হয় জাগরন যুব ফোরামের সংগঠনের সভাপতি মোহন রবিদাস এই সংগঠনের দেশের ২৪০টি চা বাগানে কমিটি রহেছে, ২৪০টি চা বাগানে কম্পিউটার প্রশিক্ষণ দেয়, ২৪০টি চা বাগানে মানবাধিকার কর্মী গঠন করে যা সম্পূর্ণ মিথ্যে বানোয়াট। যার কমিটি ও কার্যক্রম শুধুমাত্র শমশেরনগর চা বাগানে রহেছে। অন্যকোন বাগানে তাদের কমিটিসহ উল্লেখিত কোন কার্যক্রম হয়নি। আপনার জানা আছে কোন বাগানে আছে?
এমনকি সংগঠনের সভাপতি মোহন রবিদাস নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চা শ্রমিকের প্রথম সন্তান হিসেবেও উল্লেখ করেছে। এই তথ্যটিও মিথ্যা। তার পূর্বেও চা শ্রমিক সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেছে। সে বলছে ব্যক্তিগত উদ্যোগে কাজ করায় নাকি তাকে এ্যাওয়ার্ড দেয়া হয়েছে। তাহলে ব্যক্তিগতভাবে যা করেছেন তাই বলতেন। সেটার উপর ভিত্তি করে পুরস্কার নিতেন।
শমশেরনগরে যে কম্পিউটার ট্রেনিং সেন্টার সেটা ভূয়া তথ্য দিয়ে পুরষ্কার পাবার পর ইয়াং বাংলা কর্তৃক দেয়া হয়েছে। পুরষ্কার পাবার পর এই ট্রেনিং সেন্টার পেয়েছে। নিজের টাকায় করে নাই।