![পার্বত্য জেলা পরিষদ আইন সংস্কারের দাবিতে স্মারকলিপি](https://www.chtmedia24.com/cloud/archives/2025/02/5233-micro.jpg)
![CHT Media24.com অবসান হোক বৈষম্যের](https://www.chtmedia24.com/cloud/archives/fileman/logo.jpg)
সোমবার ● ১১ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » খাগড়াছড়িতে এলজি ও কার্তুজ উদ্ধার
খাগড়াছড়িতে এলজি ও কার্তুজ উদ্ধার
খাগড়াছড়ি প্রতিনিধি :: (২৭ ভাদ্র ১৪২৪ বাঙালা : বাংলাদেশ সময় সকাল ১০.৪৫মি.) খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় একটি স্বয়ংক্রিয় এলজি ও দুটি কার্তুজ উদ্ধার করেছে নিরাপত্তাবাহিনী। গতশনিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার পূজগাং এলাকা থেকে এসব উদ্ধার করা হয়।
পানছড়ি সাব জোন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নিশ্চিত হয় যে, পূজগাং এলাকায় চাঁদাবাজির উদ্যেশ্যে কয়েকজন পূজগাং এলাকায় অবস্থান নিচ্ছে। এ তথ্যের ভিত্তিতে নিরাপত্তাবিাহিনী ঘটনাস্থলে পৌঁছামাত্রই চাঁদাবাজরা দৌঁড়ে পালিয়ে যায়।
পরে তার একটি ঘরের পাশে জঙ্গলে পড়ে থাকা ব্যাগ থেকে এলজি ও কার্তুজ উদ্ধার করে।