

সোমবার ● ১১ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » কক্সবাজার » বিএনপি রোহিঙ্গা ইস্যুতে উল্টাপাল্টা কথা বলে বিভ্রান্তি ছড়াচ্ছে : ওবায়দুল কাদের
বিএনপি রোহিঙ্গা ইস্যুতে উল্টাপাল্টা কথা বলে বিভ্রান্তি ছড়াচ্ছে : ওবায়দুল কাদের
উখিয়া প্রতিনিধি :: (২৭ ভাদ্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.১০মি.)
রাখাইন রাজ্যে নির্যাতিত রোহিঙ্গাদের দেখতে এ পর্যন্ত বিএনপির কোন নেতাকর্মী আসেনি। রোহিঙ্গা ইস্যু নিয়ে বিএনপি মিথ্যাচার করছে কেবল। তারা শুধু এয়ার কন্ডিশন রুমে বসে আওয়ামী লগের সমালোচনা করতে জানে।
১১ সেপ্টেম্বর সোমবার বিকাল ৩টার দিকে কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং শরণার্থী শিবির পরিদর্শন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন। পরিদর্শনকালে তিনি রোহিঙ্গাদের দুর্দশার কথা শোনেন তিনি এবং তাদের খোঁজ খবর নেন।
তিনি বলেন, এখানে কিছু মুসলমান অন্য দেশ থেকে এসে আশ্রয় নিয়েছে। মানবিক দিক বিবেচনা করে আমরা তাদের আশ্রয় দিয়েছি। ঠিক সেই মুহূর্তে বিএনপি উল্টাপাল্টা কথা বলে দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে।
রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিকভাবে মিয়ানমারকে চাপ দেওয়া হচ্ছে। সরকার আশা করছে, খুব শিগগিরই রোহিঙ্গাদের সে দেশে পাঠিয়ে দেওয়া হবে।
এসময় দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফসহ কেন্দ্রীয় বেশ কয়েকজন নেতা এবং জেলা আওয়ামী লীগের নেতারা ও প্রশাসনের কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন।