সোমবার ● ১১ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » নবীগঞ্জে তিন চোর ধরাশয়ী
নবীগঞ্জে তিন চোর ধরাশয়ী
হবিগঞ্জ প্রতিনিধি :: (২৭ ভাদ্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৫০মি.) নবীগঞ্জ উপজেলার কাজীগঞ্জ বাজারে রবিবার দিবাগত রাত ১টায় চার সদস্যের একটি চোর চক্র কাজীগঞ্জ বাজারের পাশবর্তী আঃ আলীর বাড়ীতে হানা দিলে হাতে নাতে ধরা পরে।
তিন চোর সদস্যকে তাদের অভিভাবকের কাছে থেকে মুছলেকা নিয়ে তাদের কাছে হস্তান্তর করা হয়। সরেজমিনে জানা যায়, নবীগঞ্জ উপজেলার এনাতাবাদ গ্রামের আঃ হাদীর ছেলে রাজ্জাক (২০) পৌর এলাকার সালামতপুরের নানু মিয়ার ছেলে আবু তাহের (২১),সইল পুর গ্রামের আঃ রহিমের ছেলে শিপন (২০) রাত প্রায় ১টার সময় কাজীগঞ্জ বাজারের পাশবর্তী আঃ আলীর বাড়ীতে হানা দেয়। চোর চক্রটি আঃ আলীর গেরেজে থাকা সি এন জি চোরী করার উদ্যেশে তালা ভাঙ্গার চেষ্টা করে। চোরের আগমন টের পেয়ে ঘরে অবস্থান রত লোকজন ধাওয়া করলে চোর চক্রটি বাড়ীর ভিতরের দিকে পালানোর চেষ্টা কর। হই চই শুনে বাড়ীর ভিতরে অবস্থানরত আঃ আলীর বড় ভাই আঃ রফিক এগিয়ে এসে চোর দলটিকে পাকরাও করলে রফিক মিয়ার হাতে ধরা পরে যায়।
সকাল বেলা ইনাতগঞ্জ ইউপির ১নং ওয়ার্ডের সদস্য জিল্লুর রহমান ও সাবেক ইউপি সদস্য আঃ ওয়াহিদ এবং এলাকার মুরুব্বীয়ানদের সমন্নয়ে চোরদের অভিভাবকদের হাজির করা হয়। পরে মুছলেকা দিয়ে রাজ্জাকের বাবা আঃ হাদী সহ কয়েকজন অভিভাবক তাদের নিয়ে যায়।
উল্লেখ্য বেশ কিছু দিন ধরে অত্র এলাকায় গরু ব্যবসা প্রতিষ্ঠান ,বাড়ীঘরে চোর চক্রটি উৎপাত করে আসছে।