সোমবার ● ১১ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম » অনলাইন নিউজ পোর্টালগুলো জনপ্রিয় হয়ে উঠছে : লায়ন নাদের খান
অনলাইন নিউজ পোর্টালগুলো জনপ্রিয় হয়ে উঠছে : লায়ন নাদের খান
চট্টগ্রাম প্রতিনিধি :: (২৭ ভাদ্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.০২মি.) বাংলাদেশ আজ বিশ্ব সভ্যতায় উন্নয়ন ও অগ্রযাত্রায় ঘুরে দাঁড়িয়েছে। বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। দীর্ঘ সংগ্রাম ও রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতার সুফল আজ বাংলাদেশের মানুষেরা ভোগ করছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশ স্বাধীন হলেও স্বাধীনতা পরবর্তী দেশকে উন্নয়ন ও অগ্রযাত্রায় এগিয়ে নেওয়ার চেষ্টা করে। পরবর্তীতে স্বাধীনতাবিরোধী চক্র হীন স্বার্থ চরিতার্থ করতে ও স্বাধীনতাকে নসাৎ করতে বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছিলেন সোনার বাংলাদেশের। কিন্তু সোনার বাংলাদেশ আর হয়ে ওঠেনি বঙ্গবন্ধু হত্যার মধ্য দিয়ে। পরবর্তীতে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে পিতার পথ ধরে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিচ্ছেন।
এ এগিয়ে যাওয়ার পথ ধরে বাংলাদেশ আজ বিশ্বসভ্যতায় একটি অগ্রগামী দেশ। এ এগিয়ে যাওয়ার পেছনে সাংবাদিকরা সাহসিকতা নিয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এগিয়ে এলে বাংলাদেশ দ্রুত সমৃদ্ধির দিকে আরও একধাপ এগিয়ে যাবে। সিটিজি পোস্ট ডটকমের মতবিনিময়কালে প্রাইম ব্যাংক লি. এর প্রাক্তন চেয়ারম্যান লায়ন নাদের খান উপরোক্ত মন্তব্য করেন।
চট্টগ্রাম থেকে নির্ভীক ও সৎ সাংবাদিকতার অঙ্গীকারে আপনার সংবাদ নির্ভয়ে প্রকাশে সাহসীকতায় আমরাই এগিয়ে শ্লোগানে অনলাইন নিউজ পোর্টাল সিটিজি পোস্ট ডট কম এর প্রতিনিধি সভা গতকাল ১০ সেপ্টেম্বর সকালে নগরীর জুবিলী রোডস্থ পেড্রোলো গ্রুপের প্রধান কার্যালয়ে সম্পাদক স.ম. জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এ সময় মতবিনিময়কালে প্রধান অতিথি হিসেবে মতবিনিময় সভায় প্রাইম ব্যাংক লি. এর প্রাক্তন চেয়ারম্যান ও প্রাক্তন লায়ন্স গভর্ণর, লায়ন নাদের খান বলেন, বিশ্বায়নের যুগে সংবাদপত্র আজ ডিজিটাল বিশ্ব। ডিজিটাল বিশ্বের অন্যতম সংবাদমাধ্যম অনলাইন পোর্টাল। সারা বিশ্বের মত বাংলাদেশেও ক্রমাগতভাবে অনলাইন নিউজ পোর্টালগুলো জনপ্রিয় হয়ে উঠছে। বর্তমান সরকার নানামুখী উন্নয়ন কর্মকান্ডের পাশাপাশি অনলাইন পোর্টালগুলোর উন্নয়নেও নানামুখী উন্নয়ন কর্মকা- হাতে নিয়েছে। সরকার ইতিমধ্যে অনলাইন পোর্টালের রেজিষ্ট্রেশনের জন্যে অনলাইন পোর্টাল নীতিমালা গ্রহণ করেছে এবং অতিশীগ্রই অনলাইন পোর্টালগুলো রেজিষ্ট্রেশন প্রক্রিয়া শুরু করবে।
এ সময় উপস্থিত ছিলেন, ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিলের আহ্বায়ক মো. জসিম উদ্দিন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা এস.এম. লিয়াকত হোসেন, সাবেক ছাত্রনেতা মোঃ জাফরুল ইসলাম চৌধুরী, অনলাইন পোর্টালের সহ-সম্পাদক সাজিব বড়ুয়া সাজু, হারুন উর রশিদ, বিশেষ প্রতিনিধি ঝুলন দত্ত, স্টাফ রিপোর্টার শেখ আব্দুল্লাহ শেকাবের সঞ্চায়নায় বক্তব্য রাখেন, বিজ্ঞাপন প্রতিনিধি মোস্তাফিজুর রহমান মানিক, বিশেষ প্রতিনিধি সেলিম চৌধুরী, চন্দনাইশ প্রতিনিধি মো. নুরুল আলম, বোয়ালখালী প্রতিনিধি মো. নুরুল আজিম, হাটহাজারী প্রতিনিধি নূর মালেক, সাতকানিয়া প্রতিনিধি হেলাল বিন জিহাদী, সংগঠক মো. নাসির উদ্দিন ও কবি আবদুস সালাম আজাদ প্রমুখ।