![মিরসরাইয়ের ভারতীয় ২৪ গরু আটক](https://www.chtmedia24.com/cloud/archives/2025/02/254-micro.jpg)
![CHT Media24.com অবসান হোক বৈষম্যের](https://www.chtmedia24.com/cloud/archives/fileman/logo.jpg)
মঙ্গলবার ● ১২ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » কক্সবাজার » আজও রোহিঙ্গা নিবন্ধন শুরু হয়নি
আজও রোহিঙ্গা নিবন্ধন শুরু হয়নি
পলাশ বড়ুয়া, উখিয়া :: (২৮ ভাদ্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৩.২৫মি.) রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন শুরু হয়নি। সোমবার দুপুরে ২০টি পয়েন্ট নিবন্ধন কার্যক্রমের চালু হওয়ার কথা থাকলেও বৈরি আবহাওয়ার কারণে প্রয়োজনীয় সরঞ্জামাদি শরণার্থী শিবিরে পৌছাতে দেরি হওয়াতে নিবন্ধন কার্যক্রম শুরু হয়নি আজ।
কুতুপালং ক্যাম্প ইনচার্জ মো. রেজা বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাসপোর্ট অধিদপ্তরের অধীনে ইউএনএইচসিআর এর কারিগরি সহায়তায় যৌথভাবে নিববন্ধন কার্যক্রম পরিচালিত হবে। কোন রোহিঙ্গা যাতে তালিকা থেকে বাদ না পড়ে, সেই লক্ষ্যে পরিকল্পিত ভাবে কাজ করার জন্য একটি তথ্য সেল গঠন করা হয়েছে।
তিনি আরো বলেন, নিবন্ধনের সময় ১০ আঙ্গুলের ছাপ ও ছবি নেওয়া হবে। তাদের মিয়ানমারের ঠিকানা, নাম, পিতা-মাতার নামসহ নানা বিষয়ে তথ্য নেওয়া হবে।