বুধবার ● ১৩ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » ময়মনসিংহ » ত্রিশালে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে নিহত-১,আহত ৪
ত্রিশালে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে নিহত-১,আহত ৪
ময়মনসিংহ অফিস :: (২৯ভাদ্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.১৩মি.) ময়মনসিংহের ত্রিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই ময়মনসিংহ সদরের শম্ভুগঞ্জের সেলিম শেখ (৪০) নিহত হন এবং আহত হয়েছেন আরও চারজন।
বুধবার ১৩ সেপ্টেম্বর দুপরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের সাইনবোর্ড নামক স্থানে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তারর পাশে খাদে পড়ে এদূর্ঘটনা ঘটে।
ত্রিশাল থানা পুলিশ,ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা যায়,বুধবার দুপরে ময়মনসিংহের হালুয়াঘাট গামী ঈমাম পরিবহনের যাত্রী একটি বাস (ঢাকা মেট্রো-ব-১১-৬২৮৭) ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সাইনবোর্ড নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই ময়মনসিংহ সদরের শম্ভুগঞ্জের সেলিম শেখ নিহত হয়।
এ সময় আহত অপর চারযাত্রী শেরপুরের নকলার রেজাউলের ছেলে তৌহিদ (৩০),গাজীপুরের শ্রীপুরের স্বপন রায়ের স্ত্রী শিখা রানী (৪০),ময়মনসিংহের ত্রিশালের মোক্ষপুরের সাজু মিয়ার স্ত্রী রোখসানা (২৫) এবং শেরপুরের নালিতাবাড়ির আঃ হাইয়ের স্ত্রী অজিরন (৪০)কে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।