বুধবার ● ১৩ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » জাতীয় » মায়ানমারে গণহত্যা বন্ধ : বাংলাদেশ থেকে দ্রুত রোহিঙ্গাদের ফেরত নেওয়ার দাবিতে মানববন্ধন
মায়ানমারে গণহত্যা বন্ধ : বাংলাদেশ থেকে দ্রুত রোহিঙ্গাদের ফেরত নেওয়ার দাবিতে মানববন্ধন
ঢাকা প্রতিনিধি :: (২৯ভাদ্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.২২মি.) বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন মায়ানমারে গণহত্যা বন্ধে বিশ্ব সম্প্রদায়কে সোচ্চার হতে হবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই বিষয়ে বিশ্ব জনমত গড়ে তুলতে উদ্যোগ নিয়েছেন। তিনি মানবিক কারণে মায়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের বাংলাদেশে সাময়িকভাবে আশ্রয় দিয়েছেন ও তাদের বসবাসের অনুকূল পরিবেশ নিশ্চিত করেছেন। কিন্তু বিএনপি অসহায় রোহিঙ্গাদের জন্যে সহায়তার হাত প্রসারিত না করে এই মানবিক বিষয় নিয়ে অপরাজনীতি করছে যা দুঃখজনক। জননেত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের সরেজমিনে দেখতে কক্সবাজারের উখিয়ায় যান এবং তাদের দুঃখ-দুর্দশার কথা শুনে তিনি নিজে কাঁদেন ও সকলে তাঁর সাথে কাঁদেন। মায়ানমারের সংকট নিরসনে যে উদ্যোগ গ্রহণ করেছেন তা আজ বিশ্বব্যাপি প্রশংসিত হচ্ছে। কিন্তু বিএনপি সরকারের বা প্রধানমন্ত্রীর প্রশংসা না করে বরং সমালোচনা করছে। তিনি বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের দ্রুত মায়ানমারে ফেরত নিতে ওআইসি ও জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেন।
মায়ানমারে গণহত্যা বন্ধ ও বাংলাদেশ থেকে দ্রুত রোহিঙ্গাদের ফেরত নেওয়ার দাবিতে বাংলাদেশ স্বাধীনতা পরিষদের উদ্যোগে ১৩ সেপ্টেম্বর সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ স্বাধীনতা পরিষদের উপদেষ্টা ও ডিসিসি দক্ষিণের কাউন্সিলর হাসিবুর রহমান মানিকের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু এমপি, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস এমপি, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবুল ও আওয়ামী লীগ নেতা এম এ করিম প্রমুখ।