বৃহস্পতিবার ● ১৪ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » বগুড়া » বগুড়ায় রোহিঙ্গাদের হত্যার প্রতিবাদে মানববন্ধন
বগুড়ায় রোহিঙ্গাদের হত্যার প্রতিবাদে মানববন্ধন
বগুড়া প্রতিনিধি :: (৩০ভাদ্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.১৯মি.) মিয়ানমারে রোহিঙ্গাদের হত্যা, ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে আজ বৃহস্পতিবার বগুড়ার গাবতলীতে স্বেচ্ছাসেবী সংগঠন ওয়াইল্ডলাইফ লাভারের উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
সংগঠনের আহ্বায়ক মো. মাসুম মিয়ার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে ছিলেন গাবতলী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার খাজা নাজিমুদ্দিন, জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় সহকারী মহাসচিব মুহাম্মাদ আবু মুসা, গাবতলী আলিম মাদ্রাসার অধ্যক্ষ রেজাউল বারী, গাবতলী সরকারী কলেজের প্রভাষক শাহীন ও পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক এমদাদুল হক প্রমূখ।
বক্তাগণ অবিলম্বে রোহিঙ্গাদের হত্যা, নির্যাতন বন্ধ করে কুটনীতির মাধ্যমে তাদের স্বসম্মানে দেশে ফেরত নিতে আন্তর্জাতিক মহলের নিকট উদার্ত আহ্বান জানান।