শনিবার ● ২১ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » ঢাকা বিভাগ » শ্রমিক-কর্মচারীদের জন্য জাতীয় মজুরী কমিশন গঠন করুন : সাইফুল হক
শ্রমিক-কর্মচারীদের জন্য জাতীয় মজুরী কমিশন গঠন করুন : সাইফুল হক
ঢাকা প্রতিনিধি::আজ ২১ নভেম্বর মীরপুরের পল্লবীতে অনুষ্ঠিত কর্মী সমাবেশে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বেতন কমিশনের সাথে সঙ্গতি রেখে শ্রমিক-কর্মচারীদের জন্য জাতীয় মজুরী কমিশন গঠন করে তাদের বাঁচার মত ন্যায্য মজুরী নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এবং বলেছেন জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় বৃদ্ধির কারণে সরকারি-বেসরকারি খাতের শ্রমিকদের বেতন বৃদ্ধি জরুরী হয়ে পড়েছে। তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন সংখ্যাগরিষ্ঠ শ্রমজীবী-মেহনতি মানুষের বাঁচার মত মজুরী নির্ধারণ না করে মন্ত্রী পরিষদ ইচ্ছামত নিজেদের বেতন-ভাতা বাড়িয়ে নিয়েছেন। তিনি বলেন, বেতন বৃদ্ধির অজুহাতে বাড়ীওয়ালারা আবার অস্বাভাবিকভাবে বাসাভাড়া বৃদ্ধির নোটিশ দিচ্ছেন। এই অবস্থায় লক্ষ লক্ষ ভাড়াটিয়া চরম ঝুকির মধ্যে পড়েছেন। বাড়ীওয়ালারা বাসাভাড়া বৃদ্ধির ক্ষেত্রে কোন নিয়মনীতির ধার ধারছে না। তিনি অনতিবিলম্বে সরকার ও সিটি কর্পোরেশনকে এই নৈরাজ্য বন্ধে পদক্ষেপ নেবার আহ্বান জানিয়েছেন।
পার্টির মীরপুর শাখার সম্পাদক ইফতেখার শৈবালের সভাপতিত্বে এই সমাবেশে বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় নেত্রী বহ্নিশিখা জামালী, পার্টির মীরপুর শাখার নেতা কে.এম আলীদাদ, শামীম আহমেদ, লিটন মজুমদার, সাইদুর রহমান, মোঃ আশরাফুল আলম, শফিক আহমেদ প্রমুখ।
সভায় গৃহীত এক প্রস্তাবে নতুন করে বিদ্যুতের মূল্যবৃদ্ধির সরকারি পায়তারায় উদ্বেগ প্রকাশ করে গণদূর্ভোগ সৃষ্টিকারী এসব তৎপরতা থেকে বিরত থাকার জন্য সরকারের প্রতি দাবি জানানো হয়।
সভায় নেতৃবৃন্দ মীরপুরের শ্রমজীবী-মেহনতি জনগণকে তাদের সংগ্রামী সংগঠন হিসাবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পতাকাতলে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান।