শুক্রবার ● ১৫ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়ি জেলা পরিষদের শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা ১৮ সেপ্টেম্বর থেকে
খাগড়াছড়ি জেলা পরিষদের শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা ১৮ সেপ্টেম্বর থেকে
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের হস্তান্তরিত’ প্রাথমিক শিক্ষা বিভাগের আওতাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় ৩৫৮ জন সহকারী শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষার সময়সূচী প্রকাশ করেছে ।
লিখিত পরীক্ষা উর্ত্তীণ প্রার্থীদের আগামী ১৮ থেকে ২১ শে সেপ্টেম্বর পর্যন্ত পর্যায়ক্রমে ৭১০ জনকে সকাল ১০ টায় পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ে মৌখিক পরীক্ষার অনুষ্ঠিত হবে ।
গত ২৫ আগষ্ট জেলার প্রায় ৩৯২ টি শূন্যপদের বিপরীতে ৩৫৮ টি শূন্যপদের জন্যে সহকারি শিক্ষক-শিক্ষিকার নিয়োগ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। জেলা সদরের ৫টি শিক্ষা প্রতিষ্ঠানে ৩ হাজার ২৮৩ জন পরীক্ষার্থী অংশ গ্রহনের কথা থাকলেও ওইদিন শিক্ষক নিবন্ধন পরীক্ষা থাকায় অংশ নেন মাত্র এক হাজার ৯৩৬ জন। রেকর্ড সংখ্যক (এক হাজার ৩৫৭ জন) প্রার্থীই ছিলেন অনুপস্থিত। এরপর ২৮ আগষ্ট লিখিত পরীক্ষা ফলাফল প্রকাশিত হলে ক্ষুব্দ হন অনেক মেধাবী পরীক্ষার্থী।
শিক্ষার্থীরা জানান, নামেমাত্র পরীক্ষায় মেধার যথাযথ প্রতিফলন ঘটেনি। লিখিত পরীক্ষা ফলাফল প্রকাশিত হবার পর পরিষদের বিরুদ্ধে নানা অনিয়ম অভিযোগ ওঠে ।
গত বুধবার সদর উপজেলা পরিষদের মিলায়তনের জেলা সুষম উন্নয়ন দূর্নীতি প্রতিরোধ কমিটির সংবাদ সংম্মেলন ও সম্মিলিত ছাত্র সমাজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে। তারা জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের বিরুদ্ধে শিক্ষক নিয়োগ অনিয়ম ও দূর্নীতি অভিযোগ আনেন।
এদিকে, শিক্ষক নিয়োগে দুর্নীতিসহ সব ধরনের অভিযোগ অস্বীকার করে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী বলেন, সহকারী শিক্ষক নিয়োগে নিয়মনীতি মেনে পরীক্ষার নেয়া হয়েছে । কোনো ধরনের অনিয়ম হয়নি । যদি কোনো ব্যক্তি বা সংগঠন পার্বত্য জেলা পরিষদ নিয়ে নানা অনিয়ম নিয়ে মন্তব্য করলে তাদের ব্যক্তিগত ব্যাপার ।