শুক্রবার ● ১৫ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » গৌরীপুরে সৎমাকে খুন : ঈশ্বরগঞ্জে লাশ উদ্ধার
গৌরীপুরে সৎমাকে খুন : ঈশ্বরগঞ্জে লাশ উদ্ধার
ময়মনসিংহ অফিস :: (৩১ ভাদ্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩০মি.) ময়মনসিংহের গৌরীপুরে জমি নিয়ে বিরোধে সৎমাকে খুন করেছে ছেলে আর ঈশ্বরগঞ্জে সড়কের পাশ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সৎমাকে খুনের ঘটনায় ঘাতক ছেলে এনায়েত উল্লাহকে পুলিশ গ্রেফতার করে শুক্রবার জেলহাজতে পাঠিয়েছে।
১৫ সেপ্টেম্বর শুক্রবার গৌরীপুর ও ঈশ্বরগঞ্জে পৃথক এ দু’টি ঘটনায় মরদেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করেছে পুলিশ।
নিহত সৎ মায়ের পরিবার সূত্রে জানা যায়, গৌরীপুরের কেল্লাতাজপুর গ্রামের সৈয়দ আলী তার চতুর্থ ছেলে খাইরুল ইসলামের কাছে এক লাখ টাকায় একটি জমি বিক্রি করে রেজিস্ট্রি করে দিতে বৃহস্পতিবার গৌরীপুর সাবরেজিস্ট্রি অফিসে যাওয়ার সংবাদে ক্ষুব্ধ হয় তার পঞ্চম ছেলে এনায়েত হোসেন।
পরে বাবাকে না পেয়ে একপর্যায়ে তার সৎমা হালেমা খাতুন (৬০) কে সামনে পেয়ে বৃহস্পতিবার সন্ধার দিকে কুপিয়ে গুরুতর আহত করে। এ সময় গুরুতর অবস্থায় চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে গাজীপুর এলাকায় রাত সাড়ে ৯টার দিকে সৎ মায়ের মৃত্যু হয়।
এদিকে মাকে কুপিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসী ও পরিবারের সদস্যরা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মুহাম্মদ মোর্শেদুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। হত্যায় ব্যবহৃত দা উদ্ধার করা হয়েছে।
অপরদিকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সড়কের পাশ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মনিরুল ইসলাম চকদার (৪০) ঈশ্বরগঞ্জ উপজেলার তেরচটির গ্রামের আব্দুল মালেকের ছেলে।
পুলিশ শুক্রবার লাশটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে স্থানীয়রা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে রাত ১২টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের পাশে ঈশ্বরগঞ্জ উপজেলার তেরচটি বাড়ির নিকটবর্তী স্থান থেকে লাশ উদ্ধার করে থানায় আনে পুলিশ।
ঈশ্বরগঞ্জ থানার থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল আলম খান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে চেষ্টা চলছে।