শনিবার ● ১৬ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » কক্সবাজার » কুতুপালং রোহিঙ্গা আশ্রয় ক্যাম্পে এইচআইভি পজেটিভ শনাক্ত
কুতুপালং রোহিঙ্গা আশ্রয় ক্যাম্পে এইচআইভি পজেটিভ শনাক্ত
উখিয়া প্রতিনিধি :: (১ আশ্বিন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.১০মি.)
রাখাইন রাজ্যে থেকে পালিয়ে আসা কুতুপালং ক্যাম্পে আশ্রয় নেওয়া একজন এইচআইভি পজেটিভ ব্যক্তির সন্ধান পাওয়া গেছে। এছাড়াও ৪ জন হাম, ১৬ জন পোলিও রোগী পাওয়া গেছে। তারা কুতুপালং ও বালুখালী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে আছে। শনিবার কক্সবাজারের সিভিল সার্জন ডা. আবদুস সালাম এ তথ্য জানিয়েছেন।
সিভিল সার্জন আরও বলেন, দীর্ঘদিন হেটে আসায় এরা ক্রমাগত দুর্বল পড়েছে। তাছাড়া বৃষ্টিতে ভিজে, রোদে পুড়ে শিশুরা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়ছে। সরকার এই পরিস্থিতি মোকাবেলায় কাজ করছে। রোহিঙ্গাদের জন্য ৩২টি মেডিক্যাল টিম কাজ করছে। ক্যাম্পগুলোতে এক লাখ ২০ হাজার হামের টিকা, ৪৫ হাজার পোলিও ভ্যাকসিন, ৪০ হাজার ভিটামিন ট্যাবলেট বোতল বিতরণ করা হচ্ছে।