শনিবার ● ১৬ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » বগুড়ায় বন্যা সহনশীল এ জেড ৭০০৬ ধানের মাঠ দিবস
বগুড়ায় বন্যা সহনশীল এ জেড ৭০০৬ ধানের মাঠ দিবস
বগুড়া প্রতিনিধি :: (১ আশ্বিন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.১৫মি.) বন্যা সহনশীল ও উচ্চ ফলনশীল হাইব্রীড ধান এ জেড ৭০০৬ এর মাঠ দিবস আজ শনিবার বগুড়া গাবতলীর নেপালতলী কাশিহাটা গ্রামে অনুষ্ঠিত হয়।
বন্যা সহনশীল হওয়ায় এ ধান লাগানোর পর ১২দিন ৮ফিট পানির নিচে ডুবে থাকার পরেও কোন ক্ষতি হয় না। পাশাপাশি এ জেড ৭০০৬ ধানের বিএলবি প্রতিরোধী ও উচ্চ ফলনশীল হওয়ার ফলে এ ধানের জীবনকাল ১২০দিন থেকে ১২৫দিন।
ফলন প্রতি বিঘায় ২০থেকে ২৫মন। যেখানে মাঠের অন্য সকল জাতের ধান নষ্ঠ হওয়ার পরেও কৃষকরা পুনরায় এখনো চারা রোপন করছে। মাঠ দিবসে বক্তব্য রাখেন বায়ার ক্রপ সাইন্সের কৃষিবিদ শামীম হোসাইন, বগুড়া বিডিএম কৃষিবিদ গৌতম দাস, টেরিটরি অফিসার ফিরোজ হোসাইন, ফিল্ড এ্যাসিসিয়ট ও পরিবেশক শহিদুল ইসলাম সাজু, কৃষক মন মোহন প্রমূখ।