রবিবার ● ১৭ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » ময়মনসিংহ » মমেকের প্রধান ফটকে দ্বিতীয় দিনেও তালা ঝুলছে
মমেকের প্রধান ফটকে দ্বিতীয় দিনেও তালা ঝুলছে
ময়মনসিংহ অফিস :: (২ আশ্বিন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.০৫মি.) ময়মনসিংহ মেডিকেল কলেজের (মমেক) প্রধান ফটকে শিক্ষার্থীরা তালা ঝুলিয়ে তাদের ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে দ্বিতীয় দিনের মতো অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছে।
রবিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৭টায় মমেক শিক্ষার্থীরা ক্লাশ পরীক্ষা বর্জন করে কলেজের প্রধান ফটকে তালা ঝুলিয়ে রেখেছে। সকাল থেকে কলেজের প্রধান সড়কে বিক্ষোভ ও ধর্মঘট কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা।
এসময় শিক্ষার্থীরা ‘মমেক কলেজের বাঘমারা এলাকায় অবস্থিত ছাত্র হোস্টেলে স্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন, হোস্টেল ও হোস্টেল ক্যাম্পাসে সিসি ক্যামেরা স্থাপন, হোস্টেল ছাত্রদের আইডি কার্ড প্রদান, হোস্টেলের প্রধান ফটক সংস্কার, উচুকরণ ও দেয়ালে কাঁটাতার স্থাপন এবং দ্রুততম সময়ে কলেজ ক্যাম্পাসে হোস্টেল স্থানান্তরের এ ৬ দফা দাবি পূরন না হওয়া পর্সন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
এবিষয়ে কলেজের ভাইস প্রিন্সিপাল আ.ন.ম ফজলুল হক পাঠান জানান, রবিবার একাডেমিক কাউন্সিলিং এর মিটিং রয়েছে। সেই মিটিং এই এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।’ পরে বিস্তারিত জানানো হবে বলেও জানান ভাইস প্রিন্সিপাল পাঠান।