রবিবার ● ১৭ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » কক্সবাজার » রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবায় কাজ করছে ড্যাব সহ ৩২টি মেডিকেল টিম
রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবায় কাজ করছে ড্যাব সহ ৩২টি মেডিকেল টিম
উখিয়া প্রতিনিধি :: (২ আশ্বিন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৩৪মি.) রাখাইন রাজ্য থেকে পালিয়ে বাংলাদেশ আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবায় সরকারের পাশাপাশি বিএনপি ও ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) পরিচালনায় ৩০ চিকিৎসকের একটি দল সেবা দিয়ে যাচ্ছে।
ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) মহাসচিব ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. জাহিদ হোসেন বলেন, টানা ৫ দিন ধরে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীন চিকিৎসা দেয়া হচ্ছে। আরও একদিন এই মেডিকেল ক্যাম্প চলবে।
ডা. জাহিদ হোসেন বলেন, ‘রোহিঙ্গা শরণার্থীদের এখন পানি দরকার, মল-মূত্র ত্যাগের ব্যবস্থা দরকার। এগুলোর কোন ব্যবস্থায় এখানে নেই। এসবের ব্যবস্থা না হলে কয়েকদিনের মধ্যেই এখানে স্বাস্থ্য বিপর্যয় দেখা দেবে।’
তিনি বলেন, প্রতিদিন ৫ থেকে ৬ হাজার রোহিঙ্গাকে বিনা পারিশ্রমিকে চিকিৎসা ও বিনামূল্যে অষুধ, পানি বিশুদ্ধকরণ বড়ি, খাবার স্যালাইন, এন্টিসেফটিক সাবান এবং ৪৫৮ ক্যালোরি সমৃদ্ধ বিস্কুট বিতরণ করা হচ্ছে।
রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবা ও বিপর্যয় এড়াতে এখানে ছোট ছোট মেডিকেল ক্যাম্প করা দরকার বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর অভিজ্ঞতা রয়েছে। সেনাবাহিনী ও দেশের মানুষ একসাথে কাজ করলে রোহিঙ্গা সংকটে দেশের উপর চাপ কমবে।’
কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী এলাকায় তাঁর নেতৃত্বে ৫০ জনের একটি মেডিকেল টিম মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বিপন্ন হয়ে আসা রোহিঙ্গাদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। অন্যান্যদের মধ্যে রয়েছেন ফরেনসিক মেডিসিন বিশেষজ্ঞ মোস্তাক রহিম স্বপন, ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু, ডা. শামীমুর রহমান, ডা. খুরশিদ জামিল চৌধুরী, ডা. শামসুজ্জামান রানা প্রমুখ।
কক্সবাজারের সিভিল সার্জন ডা. আবদুস সালাম বলেন, সরকার এই পরিস্থিতি মোকাবেলায় কাজ করছে। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য ৩২টি মেডিক্যাল টিম কাজ করছে। ক্যাম্পগুলোতে এক লাখ ২০ হাজার হামের টিকা, ৪৫ হাজার পোলিও ভ্যাকসিন, ৪০ হাজার ভিটামিন ট্যাবলেট বোতল বিতরণ করা হচ্ছে।