সোমবার ● ১৮ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » খাগড়াছড়ি » ঘেরাও কর্মসূচীতে বাধাঁর প্রতিবাদে খাগড়াছড়িতে সোমবার হরতাল
ঘেরাও কর্মসূচীতে বাধাঁর প্রতিবাদে খাগড়াছড়িতে সোমবার হরতাল
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অনিয়ম দূর্নীতির অভিযোগে চলমান শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে সুষম উন্নয়ন ও দূর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আজকে রবিবারের জেলা পরিষদ ঘেরাও কর্মসূচীতে বাধাঁ প্রদানের প্রতিবাদে আগামীকাল সোমবার থেকে ১ দিনের হরতালসহ ৩ দিনের সড়ক অবরোধ ঘোষণা।
ঘেরাও কর্মসূচী পালনের লক্ষ্যে সকাল থেকে উপজেলা পরিষদের সামনে লোকজন জড়ো হয়ে জেলা পরিষদের দিকে যেতে চাইলে পুলিশ বাঁধা প্রদান করে। পরে উপজেলা পরিষদের সামনেই এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে আজ সোমবার খাগড়াছড়ি পুরো জেলায় সকাল-সন্ধ্যা হরতাল। ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার থেকে ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার পর্যন্ত টানা ৩দিন সড়ক অবরোধ পালনের ঘোষণা দেন। সমাবেশে বক্তব্য রাখেন, কমিটির আহ্বায়ক সদর উপজেলা চেয়ারম্যান চঞ্চুমণি চাকমা, সদস্য সচিব পৌর মেয়র মো:রফিকুল আলম। এ সময় কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পরিস্থিতি মোকাবেলায় শহরে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও গাড়ি যোগে টহল দিচ্ছে।
অপরদিকে, জেলা পরিষদ মিলনায়তনে পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী এক প্রেস বিফ্রিং-এ বলেন, আমরা কোনো দূর্নীতি করি নাই। শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা যথা নিয়মেই অনুষ্ঠিত হবে। তিনি ঘেরাও কর্মসূচী আহ্বানকারীদের নিন্দা জানান। এ সময় জেলা পরিষদের সদস্যগণ উপস্থিত ছিলেন। এদিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৪৪ধারা অব্যাহত রয়েছে। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শহর জুড়ে মানুষের মধ্যে নানা আতঙ্ক ও টানটান উত্তেজনা বিরাজ করছে।