মঙ্গলবার ● ১৯ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে চলছে তিন দিনের সড়ক অবরোধ
খাগড়াছড়িতে চলছে তিন দিনের সড়ক অবরোধ
খাগড়াছড়ি প্রতিনিধি :: (৪ আশ্বিন ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.২৭মি.) খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অনিয়ম, দূর্নীতির অভিযোগ ও চলমান শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে সুষম উন্নয়ন ও দূর্নীতি প্রতিরোধ কমিটির ডাকা আজ মঙ্গলবার হতে তিন দিনের সড়ক অবরোধ চলছে।
১৯ সেপ্টেম্বর মঙ্গলবার থেকে ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার পর্যন্ত টানা ৩দিন সড়ক অবরোধ কর্মসূচী চলবে বলে জানিয়েছে খাগড়াছড়ি পার্বত্য জেলা সুষম উন্নয়ন ও দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সচিব খাগড়াছড়ি পৌরসভার মেয়র মো. রফিকুল আলম।
সড়ক অবরোধের কারণে খাগড়াছড়ির সঙ্গে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে পৌর শহরে যান চলাচল অনেকটাই স্বভাবিক। অবরোধের সমর্থনে এখনো পর্যন্ত কোথাও কোন পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি। অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়ন কারা হয়েছে।
এদিকে হরতাল-অবরোধ উপেক্ষা করে প্রাথমিক শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষার কার্যক্রম চালিয়ে যাচ্ছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, গত ২৫ আগস্ট জেলা পরিষদের অধীনস্থ প্রাথমিক শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে গত ১৩ সেপ্টেম্বর সংবাদ সম্মেলন করে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বাতিলের দাবি জানায় খাগড়াছড়ি পার্বত্য জেলা সুষম উন্নয়ন ও দূর্নীতি প্রতিরোধ কমিটি। দাবি না মানায় ১৭ সেপ্টেম্বর খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ঘেরাও কর্মসূচির ডাক দেয় জনপ্রতিনিধিদের সংগঠন জেলা সুষম উন্নয়ন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি।
সরকারি সম্পত্তি বিনষ্ট ও জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় ওইদিন পৌর শহর এলাকায় সকাল ৮টা থেকে বিকেল ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে প্রশাসন। ঘেরাও কর্মসূচি পন্ড হওয়ায় সংগঠনটি ১৮ সেপ্টেম্বর হরতাল ও ২১ সেপ্টেম্বর পর্যন্ত টানা ৩ দিন পর্যন্ত সড়ক অবরোধের ডাক দেয়।