বুধবার ● ২০ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » কৃষি » প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্যবাসীর প্রতি ভালোবাসার কমতি নেই : কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্যবাসীর প্রতি ভালোবাসার কমতি নেই : কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি
মহালছড়ি প্রতিনিধি :: (৫ আশ্বিন ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১০.২৯মি.) পার্বত্যবাসীর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভালোবাসার কমতি নেই। এ যাবত বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে পার্বত্য চট্টগ্রামের সকল সমস্যার সমাধান করে শান্তি প্রতিষ্ঠা করে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রয়েছে। ২৬ হাজারেরও অধিক প্রাথমিক স্কুল, সারাদেশে প্রতিটি উপজেলায় একটি করে মহাবিদ্যালয় ও মাধ্যমিক স্কুলগুলিকে জাতীয়করণের আওতায় এনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা ক্ষেত্রে অভূতপূর্ব সাহসিকতা দেখিয়েছেন। যা অতীতে কোন সরকারের পক্ষে সম্ভব হয়নি।
খাগড়াছড়ির মহালছড়ি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়টি জাতীয়করণে অর্ন্তভুক্ত হওয়াকে কেন্দ্র করে মহালছড়ি মডেল উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির আয়োজিত সূধী সমাবেশে খাগড়াছড়ি জেলার সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
আজ ২০ সেপ্টেম্বর বুধবার সকাল ১০টায় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের স্বত:স্ফুর্ত অংশগ্রহনের মধ্য দিয়ে এক বিশাল আনন্দ র্যালী বের হয়। র্যালী শেষে এক সূধী সমাবেশের আয়োজন করা হয়। এতে সদ্য ঘোষণাকৃত মহালছড়ি সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক পিপলু রাখাইন এর সঞ্চালনায় সংশ্লিষ্ট বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীল’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহালছড়ি জোন অধিনায়ক লে. কর্ণেল মুহাম্মদ মোস্তাক আহমেদ, মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার নাদিম সারওয়ার, মহিলা ভাইস চেয়ারম্যান কাকলী খীসা, মহালছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) জোবায়েরুল হক, সদ্য বিদায়ী অফিসার ইনচার্জ (ওসি) সেমায়ূন কবির চৌধুরী, মহালছড়ি উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি নিলোৎপল খীসা, এড. সুপাল চাকমা, প্রধান শিক্ষক নিপুল বিকাশ খীসা, প্রাক্তন প্রধান শিক্ষক শাহাজাহান পাটোয়ারী প্রমূখ।
এছাড়া এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
সমাবেশে অন্যান্য আরো বক্তারা বলেন, বর্তমান সরকার দেশের উন্নয়নের পাশাপাশি শিক্ষার জন্য গুরুত্ব সহকারে কাজ করে যাচ্ছেন। ২৬ হাজারেরও অধিক প্রাইমারী স্কুল জাতীয়করণ করার পর বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যেকটি উপজেলায় একটি মহাবিদ্যালয় ও একটি উচ্চ বিদ্যালয় জাতীয়করণের ঘোষণা দিয়েছেন। তারই কর্মসূচীর অংশ হিসেবে খাগড়াছড়ি জেলার মহালছড়ি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়টি জাতীয় করণে অর্ন্তভুক্ত করা হয়েছে। পর্যায়ক্রমে সব উপজেলায় এ কর্মসূচী বাস্তবায়ন করা হবে। ধারাবাহিক উন্নয়নের স্বার্থে সকলের প্রতি শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহবান জানান বক্তারা।
উল্লেখ্য, গত ৩০ আগষ্ট মহালছড়ি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়টি জাতীয় করণের অর্ন্তভুক্ত করতে মহামান্য রাস্ট্রপতি আদেশক্রমে উপসচিব আবু আলী মো. সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।