বুধবার ● ২০ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » পাবনা » পাবনা’র পাকশীতে ইত্যাদির শ্যুটিং
পাবনা’র পাকশীতে ইত্যাদির শ্যুটিং
শফিক আল কামাল :: (৫ আশ্বিন ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১০.৪০মি.) পাবনার পাকশীতে ১০২ বছরের ঐতিহ্যবাহী হার্ডিঞ্জ ব্রিজ ও লালনশাহ সেতুর মাঝে হলো ইত্যাদি’র শ্যুটিং। মঙ্গলবার ১৯ সেপ্টেম্বর বিকাল ৫ট থেকে রাত ৯টা পর্যন্ত চলে শ্যুটিং কার্যক্রম। উপস্থাপক হানিফ সংকেত’র পরিচালনায় অসংখ্য দর্শকদের উপস্থিতিতে ভিডিও চিত্র ধারণ কার্যক্রম সম্মপন্ন হয়েছে।
এর আগেও পাবনার ঐতিহ্যবাহী ও প্রত্নতাত্বিক নিদর্শন সমুহের বিভিন্ন স্থান থেকে ভিডিও চিত্র ধারণ করা হয়। বৃষ্টিকে উপেক্ষা করে অনুষ্ঠানে অংশগ্রহন করতে পেরে দর্শকরা দারুণ খুশি।
এ অনুষ্ঠানকে কেন্দ্র করে পাকশীর হাডিঞ্জ বিজ্র পয়েন্ট যেন জনসমুদ্রে পরিনত হয়েছি।
পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ’র সম্মান চতুর্থ বর্ষের শিক্ষার্থী জান্নাতুল ফেরদাউস জানায় ইত্যাদি বাংলাদেশে নির্মিত একটি সর্বজন সমাদৃত অনুষ্ঠান। এ অনুষ্ঠানে সরাসরি উপস্থিত থাকতে পেরে আমি আনন্দিত ও গর্বিত।
পাবনা আমিন উদ্দিন আইন কলেজ’র শিক্ষার্থী শানিউল আলম শানিল জানায়, বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশেও একটি জনপ্রিয় ম্যাগজিন অনুষ্ঠান ইত্যাদি। এ জনপ্রিয় অনুষ্ঠানের চিত্র পাবনাতে ধারণ করায় পাবনার ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে দেশ ও বিদেশের অনেক দর্শক জানতে পারবে।
এটা পাবনা বাসীর জন্য গর্ব ও সম্মানের বিষয়।