শনিবার ● ২১ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » কৃষি » শুভলং ধামাইছড়া প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর শিক্ষাথীদের বিদায়
শুভলং ধামাইছড়া প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর শিক্ষাথীদের বিদায়
ষ্টাফ রিপোর্টার ::রাঙামাটি জেলার বরকল উপজেলার শুভলং ধামাইছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর সমাপনী পরীক্ষার শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ২১নভেম্বর শনিবার বিদ্যালয়ের প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে৷
ধামাইছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সহসভাপতি ডাঃ সুজন রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ১নং সুভলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরুন জ্যাতি চাকমা এবং বিশেষ অতিথি হিসেবে বরকল উপজেলা সহকারী শিক্ষা অফিসার রাঙা মারমা, ১নং সুভলং ইউনিয়ন পরিষদের সদস্য নন্দিত চাকমা, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য শান্তিময় চাকমাসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন ৷ স্বাগত বক্তব্য দেন ধামাইছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমর চাকমা৷ অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য দীপন বড়ুয়া ৷
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষা জাতির মেরুদন্ড৷ শিক্ষা ছাড়া কোন জাতি সমাজে মাথা উচু করে দাড়াতে পারেনা৷ প্রবাদে আছে কোন একটা জাতিকে ধংস করতে চাইলে আগে তার শিক্ষাকে ধংস করা৷ অথাত্ শিক্ষা ছাড়া যে কোন জাতির ধংস অনিবার্য৷ তাই শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদেরও আরো বেশী সচেতন হতে হবে৷
স্বাগত বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যালয়ের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে সরকারের হস্তক্ষেপ কামনা করেন৷ পাশাপাশি বিদ্যালয়টিকে একটি আদর্শ বিদ্যালয় হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন ৷
অনুষ্ঠানে ২০১৪সালের ৪র্থ শ্রেণীতে বৃত্তিপ্রাপ্ত সঞ্জীব চাকমাকে বিদ্যালয়ের পক্ষ থেকে সনদ ও নগদ ১হাজার টাকা প্রদান করা হয়৷
অনুষ্ঠান শেষে জেলা শিল্পকলা একাডেমী সঙ্গীত শিক্ষক মিলন ধরের পরিচালনায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় পরিবেশিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ৷
উলেস্নখ, চলতি মাস থেকে প্রতি সপ্তাহের বৃহস্পতিবার বিদ্যালয়ের শিক্ষাথীদের সঙ্গীত শিক্ষার উপর প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে প্রশিক্ষণ প্রদান করছেন জেলা শিল্পকলা একাডেমী সঙ্গীত শিক্ষক মিলন ধর ৷ আপলোড : ২১ নভেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ৯.৩৪ মিঃ