সোমবার ● ২৫ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » ২০২১ সালের মধ্যে বংলাদেশ মধ্যম আয়ের দেশ হবে
২০২১ সালের মধ্যে বংলাদেশ মধ্যম আয়ের দেশ হবে
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: (১০আশ্বিন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৩৫মি.)
বান্দরবানের আলীকদমে সরকারের সাফল্য, উন্নয়ন ভাবনা এবং জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধি আলোচনা সভা ও চলচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। ২৫ সেপ্টেম্বর সোমবার সকাল ১১টা য় আলীকদম সরকারী উচ্চ বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কলাম।
আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নায়িরুজ্জোমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলীকদম থানার অফিসার ইনচার্জ কাজী সাইদুল ইসলাম, ১নং আলীকদম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিন, জেলা তথ্য কর্মকর্তা মো. রুহুল আমিন, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মান্নান, আলীকদম প্রেসক্লাবের সভাপতি মমতাজ উদ্দিন আহামদ, সাংবাদিক হাসান মাহমুদ, বিভিন্ন সরকারী কর্মকর্তা, শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা।
সভায় বক্তরা বলেন, ২০২১ সালের মধ্যে বংলাদেশ হবে মধ্যম আয়ের দেশ। কেউ না খেয়ে থাকবেনা, গৃহহীন থাকবেনা, অশিক্ষিত থাকবেনা। বর্তমানে বংলাদেশ খাদ্যে সয়ংসম্পুর্ণ। শুধুমাত্র বিভিন্ন প্রকৃতিক দুর্যোগের কারণে কিছু পরিমান খাদ্য বিদেশ থেকে আমদানী করতে হয়। ৩য় বিশ্বের এই বাংলাদেশে বর্তমানে বছরের প্রথম দিনে প্রতিটি বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীরা বিনামূল্যে বই পাচ্ছে এবং এই দিনে জাতিয় বই উৎসব হিসেবে পালন করা হচ্ছে। রাস্তা-ঘাট স্কুল-কলেজ ধর্মীয় প্রতিষ্ঠানসহ সকল সেক্টরে সমানভাবে উন্নয়ন সাধিত হচ্ছে। সরকার জঙ্গিবাদ নির্মূলে বদ্ধপরিকর। যেখানেই জঙ্গি সেখানেই প্রতিরোধ এনে জঙ্গিদের প্রায় নির্মুল করে দিয়েছে সরকার। এছাড়াও রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র, বাংলাদেশের নিজস্ব আর্থায়নে পদ্মাসেতুর মতে মেঘা প্রকল্প বাস্তবায়ন করছে বর্তমান সরকার।