সোমবার ● ২৫ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » ঝালকাঠির আড়তে পঁচা চাল: এক ব্যাবসায়ীকে জরিমানা
ঝালকাঠির আড়তে পঁচা চাল: এক ব্যাবসায়ীকে জরিমানা
ঝালকাঠি প্রতিনিধি :: (১০আশ্বিন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.২৫মি.) ঝালকাঠির একটি আড়তে পঁচা চাল পাওয়ায় ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ২৫ সেপ্টেম্বর সোমবার দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী ঝালকাঠির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মানিকহার রহমান এ জরিমানা করেন।
পুলিশ জানায়, চালের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে এবং মজুদদারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আজ সকাল ১১টা থেকে ঝালকাঠি শহরের আড়তদারপট্টি ও কাঠপট্টিতে জেলা প্রশাসন, পুলিশ, র্যাব ও খাদ্য বিভাগ যৌথভাবে অভিযান চালায়। অভিযান পরিচালনার সময় ভ্রাম্যমান আদালত বসানো হয়। এসময় কাঠপট্টি এলাকার মেসার্স কালিপদ কুন্ডের চালের গুদামে পঁচা চাল পাওয়ায় তাকে ২০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। অভিযানের সময় উপস্থিত ছিলেন এনডিসি শাখাওয়াত হোসেন, বরিশাল র্যাব-৮ এর উপসহকারী পরিচালক (ডিএডি) আমজাদ হোসেন ও ঝালকাঠি জেলা খাদ্য নিয়ন্ত্রক নাজমুল আহসান। এসময় আড়তে উপস্থিত ঝালকাঠি ব্যাবসায়ী সমিতির সভাপতি ও জেলা পরিষদ সদস্য মো.মাহাবুব হোসেন উপস্থিত সাংবাদিকদের সংবাদ পরিবেশন না করার জন্য অনুরোধ করলে সাংবাদিকরা কেন জানতে চাইলে সে কোন সদুত্তর দিতে পারেনি। তিনি আরো বলেন,আপনাদের নিউজে ইতিবাচক হইতে হবে। কোন অপ্রীতিকর লেখা লিখবেন না। উক্ত ব্যাবসায়ীর ট্রেডলাইন্সে নবায়ন নেই। ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মানিকহার রহমান জানান, আড়তদারদের চালের দাম স্থিতিশীল রাখতে বলা হয়েছে। কেউ গুদামে অতিরিক্ত চাল মজুদ রেখে মূল্য বৃদ্ধি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।